TRENDING:

‘রাজীব গান্ধির মতো প্রকাশ্যে হত্যা করা হবে মোদিকে’

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুণে: লোকসভা নির্বাচনের আগেই নরেন্দ্র মোদিকে খতম করে ফেলতে ৷ এমনই ছক কষেছে মাওবাদীরা ৷ আর এই দেশের প্রধানমন্ত্রীকে শেষ করে দেওয়ার জন্য ভয়ঙ্কর পরিকল্পনা করতেও শুরু করে দিয়েছে মাওবাদী সংগঠনের সদস্যরা ৷
advertisement

সম্প্রতি, পুণের পলিশের কাছে এসে পৌঁছেছে এমনই একটি চিঠি ৷ যেখানে মাওবাদী সদস্যদের উদ্দেশ করে বলা হয়েছে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে যেভাবে হত্যা করা হয়েছিল ৷ ঠিক সেভাবেই নরেন্দ্র মোদির উপর হামলা চালানো হবে ৷ কিছুদিন আগে, ভীম কোরেগাঁও হিংসা মামলায় অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালায় পুণে পুলিশ ৷ আর সেখান থেকেই একটি ল্যাপটপ উদ্ধার করা হয় ৷ আর সেই ল্যাপটপ ঘেটেই একটি চিঠি পাওয়া গিয়েছে ৷ যেখানে ‘কমরেড’দের উদ্দেশ করে বলা হয়েছে, নরেন্দ্র মোদি যখন রোড শো করবেন ৷ ঠিক তখন এই হামলা চালানো হবে ৷

advertisement

সেই চিঠিতে বয়ান এমন, ‘‘মোদি-রাজ খতম করতে কমরেডদের ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে ৷ আমরা রাজীব গান্ধির মতো ঘটনার কথা ভাবছি ৷ আমরা এই ঘটনা ঘটানোর ক্ষেত্রে ব্যর্থ হতে পারি ৷ তবে এ বিষয়ে দল চেষ্টা চালিয়ে যাবে ৷ প্রধানমন্ত্রীর রোড শো’কেই টার্গেট করাটাই বেশি ফলপ্রসূ হতে পারে ৷’’এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুণে পুলিশ ৷ এঁদের মধ্যে রয়েছে দলিত অ্যাক্টিভিস্ট সুধীর ধাওয়াল ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ মুম্বইয়ে থেকে তিনি নিয়মিত মাওবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুলিশের তরফে জানানো হয়েছে, ‘আর’ছদ্মনামে কেউ চিঠিটা লিখেছে। সংবাদসংস্থা এএনআই সেই চিঠির একটা ছবিও প্রকাশ করেছে।

বাংলা খবর/ খবর/দেশ/
‘রাজীব গান্ধির মতো প্রকাশ্যে হত্যা করা হবে মোদিকে’