TRENDING:

Maoist: মাওবাদী অভিযানে আইইডি বিস্ফোরণ, শহিদ এক সেনা! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও চার

Last Updated:

Maoist: প্রাপ্ত তথ্য অনুসারে, নিরাপত্তা বাহিনী ও জেলা পুলিশের যৌথ তত্বাবধানে টোন্টো থানা এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজু সিং, ঝাড়গ্রাম: পশ্চিম সিংভূম জেলার অত্যন্ত বিদ্রোহ-প্রবণ টন্টো থানা এলাকার তুম্বাহাকা এবং সরজোমবুরু গ্রামের কাছে অবস্থিত জঙ্গল পাহাড়িতে আজ বিকেলে আইইডি বিস্ফোরণে কোবরা ব্যাটালিয়নের এক সৈন্য শহিদ এবং আরও চার-পাঁচজন সৈন্য আহত হয়েছেন।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

জেলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ না করায় ঘটনার আনুষ্ঠানিক নিশ্চিতকরণ করা সম্ভব হয়নি। প্রাপ্ত তথ্য অনুসারে, নিরাপত্তা বাহিনী ও জেলা পুলিশের যৌথ তত্বাবধানে টোন্টো থানা এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন: ৫৩ বছরে হারিয়ে গেছে ২০ হাজার মানুষ, পৃথিবীর যেখানে গেলে ফেরে না কেউ! কোথায় এই জায়গা?

advertisement

এদিকে আইইডি বিস্ফোরণে কোবরা ব্যাটালিয়নের ৬ জন জওয়ান আহত হয়েছেন। যার মধ্যে একজন মারা গিয়েছেন এবং চার-পাঁচজন জওয়ান আহত হয়েছেন। যাদের উদ্ধার করে রাঁচিতে পাঠানো হচ্ছে।

আরও পড়ুন: ‘বাংলাতেই এমন হয়!’ স্পেনে শিল্প ঘোষণা নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাবে বিস্ফোরক সৌরভ গঙ্গোপাধ্যায়

গোটা এলাকায় চলছে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে সিআরপিএফ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এই এলাকায় মাওবাদীদের বড় দল বড়সড় নাশকতার পরিকল্পনা করছে বলে সিআরপিএফ সূত্রে খবর।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Maoist: মাওবাদী অভিযানে আইইডি বিস্ফোরণ, শহিদ এক সেনা! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও চার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল