প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে সরকারি সূত্রে শুক্রবারের নির্ধারিত সকল সরকারি কর্মসূচী বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। দেশ জুড়ে পালিত হবে সাত দিনের জাতীয় শোক। আগামিকাল, শুক্রবার সকাল ১১টায় মন্ত্রিসভার বৈঠক। সেখানেই রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হবে। সম্পূর্ণ মর্যাদার সঙ্গে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে পরিচালিত হবে প্রবীণ রাজনীতিবিদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষ যাত্রা।
advertisement
প্রসঙ্গত, যে সময় মনমোহন সিংয়ের প্রয়াণ সংবাদ প্রকাশ্যে আসে, সেই সময় দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সাংসদ রাহুল গান্ধী কর্নাটকের বেলাগাভিতে ছিলেন। তাঁরা কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠকে ছিলেন। খবর পেয়েই তাঁরা তড়িঘড়ি দিল্লির উদ্দেশ্যে রওনা হন।
রাহুল গান্ধি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে গভীর শোক প্রকাশ করেন। মনমোহন সিংয়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাহুল গান্ধি তাঁর শোকবার্তায় লেখেন, “মনমোহন সিং জি অপার প্রজ্ঞা ও সততার সঙ্গে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর নম্রতা এবং অর্থনীতির গভীর উপলব্ধি দেশবাসীকে অনুপ্রাণিত সর্বদা করেছে। মিসেস কৌর এবং পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি একজন পরামর্শদাতা এবং গাইডকে হারালাম। আমাদের লক্ষ লক্ষ কর্মী যাঁরা তাঁর অনুপ্রেরণা পেয়েছেন অত্যন্ত গর্বের সঙ্গে আজীবন তাঁকে স্মরণ করবেন।”
জাতীয় কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী সাত দিনের জন্য কংগ্রেসের সব কার্যক্রম স্থগিত করা হল।দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে শোকজ্ঞাপন পর্বে। স্থগিত রাখা হবে দলের আউটরিচ প্রোগ্রামও। ৩রা জানুয়ারি থেকে আবার শুরু হবে যাবতীয় কর্মসূচি।