TRENDING:

মণীশ সিসোদিয়া-সহ আটক ৫১ জন AAP বিধায়ক

Last Updated:

মোদির বাসভবনে পৌঁছনোর আগেই তুঘলক রোডে আটক করা হয় সিসোদিয়া-সহ ৫১ জন বিধায়ককে ৷ সিসোদিয়া-সহ ৫১ জন বিধায়ককে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সবজি বিক্রেতাদের ভয় দেখিয়েছেন মণীশ সিসোদিয়া ৷ এমনই অভিযোগে দায়ের করেছিল দিল্লির গাজিপুর সবজি মার্কেট অ্যাসোসিয়েশন ৷ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন সাত নম্বর রেসকোর্স রোডে আত্মসম্পর্ণ করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ৷ সঙ্গে ছিলেন আম আদমি পার্টির ৫১ জন বিধায়ক ৷ তবে মোদির বাসভবনে পৌঁছনোর আগেই  তুঘলক রোডে আটক করা হয় সিসোদিয়া-সহ ৫১ জন বিধায়ককে ৷
advertisement

সিসোদিয়া-সহ ৫১ জন বিধায়ককে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷

ট্যুইটারে সিসোদিয়া মোদির বাসভবনে গিয়ে আত্মসম্পর্ণে করার কথা জানানোর পর থেকেই সাত নম্বর রেসকোর্স রোডে ১৪৪ ধারা জারি করা হয়েছিল ৷ বন্ধ করো দেওয়া হয়েছিল রেসকোর্স মেট্রো স্টেশনও ৷

শনিবার দিল্লির গাজিপুর সবজি মার্কেট পরিদর্শনে যান দিল্লির উপ মুখ্যমন্ত্রী ৷ সেখানে গিয়ে সবজি বিক্রেতাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে ৷ এরপর গাজিপুর থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ৷

advertisement

এই বিষয়ে সিসোদিয়া জানান যে তিনি ওই বাজারের কয়েকজন সবজি বিক্রতা অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত ৷ তাদেরকেই সতর্ক করে দেওয়া হয় যে যদি তারা এই সমস্ত অবৈধ কাজকর্ম বন্ধ না করে তাহলে তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগে প্রধানমন্ত্রীর ভবনে ‘আত্মসমর্পণে’র উদ্দেশে রওনা দেওয়ার সময় তিনি জানান, ‘প্রধানমন্ত্রীকে বলব আমাদের সঙ্গে শত্রুতা যখন, আমাদের গ্রেফতার করুন ৷ দিল্লির কাজ ব্যাহত করবেন না’

বাংলা খবর/ খবর/দেশ/
মণীশ সিসোদিয়া-সহ আটক ৫১ জন AAP বিধায়ক