TRENDING:

Mirabai Chanu : রুপোজয়ী মীরাবাঈ চানুকে পুলিশের উচ্চপদে চাকরি, ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর

Last Updated:

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সোমবার ঘোষণা করেছেন টোকিয়ো অলিম্পিক্সে রুপোজয়ী সইখোম মীরাবাঈ চানুকে (Mirabai Chanu) পুলিশ বিভাগের অ্যাডিশনাল সুপার (স্পোর্টস) পদে নিযুক্ত করা হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইম্ফল :  মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সোমবার ঘোষণা করেছেন টোকিয়ো অলিম্পিক্সে রুপোজয়ী সইখোম মীরাবাঈ চানুকে (Mirabai Chanu) পুলিশ বিভাগের অ্যাডিশনাল সুপার (স্পোর্টস) পদে নিযুক্ত করা হবে ৷ চানু বর্তমানে রেলওয়েজে কর্মরত ৷ বীরেন তাঁকে অনুরোধ করেছেন, রেলওয়েজ ছেড়ে মণিপুর পুলিশে যোগ দিতে ৷ মণিপুরের মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আমি চানুকে অনুরোধ করেছি তাঁর বর্তমান চাকরিতে ইস্তফা দিতে ৷ পরবর্তী অলিম্পিকের জন্য তাঁর প্রস্তুতি নেওয়া প্রয়োজন ৷ কারণ সারা দেশ তাঁর কাছ থেকে স্বর্ণপদক আশা করছে ৷’’ এর আগেই মণিপুর সরকার ঘোষণা করেছে, মীরাবাঈ চানুকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে ৷
advertisement

অলিম্পিক্সে ভারোত্তোলনে রুপোর পদক জয় করে টোকিয়ো থেকে সোমবার দিল্লি ফিরেছেন চানু ৷ মণিপুরে পৌঁছবেন মঙ্গলবার ৷ রাজ্য সরকারের তরফে ইম্ফলে তাঁকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে ৷ রাজ্যে বিশ্বমানের ভারোত্তোলন অ্যাকাডেমি গড়ার সিদ্ধান্তও নিয়েছে মণিপুর সরকার ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পাশাপাশি মুখ্যমন্ত্রী বীরেন আরও জানিয়েছেন, অলিম্পিয়ান জুডো খেলোয়াড় লিকমবম সুশীলা দেবীকে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পদে উন্নীত করা হবে ৷ ২০১৪ সালে কমনওয়েলথ গেমসে রুপো জেতেন সুশীলা ৷ তবে টোকিয়ো অলিম্পিকে হাঙ্গেরির প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে বাদ পড়েন ৷ মণিপুর থেকে টোকিয়ো অলিম্পিকে যোগ দেওয়া পাঁচজন খেলোয়াড়ের প্রত্যেককেই ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন বীরেন সিং ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mirabai Chanu : রুপোজয়ী মীরাবাঈ চানুকে পুলিশের উচ্চপদে চাকরি, ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল