TRENDING:

Manipur: মণিপুরে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা বীরেন সিংয়ের! কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের আগেই পদত্যাগ

Last Updated:

মাসের পর মাস ধরে চলা  রক্তক্ষয়ী অশান্তির জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়েছিলেন বীরেন। এবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বীরেন সিং।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মণিপুর: অশান্ত মণিপুরে কিছুদিন আগেই শান্তি চেয়ে বার্তা দিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। মাসের পর মাস ধরে চলা  রক্তক্ষয়ী অশান্তির জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমাও চেয়ে নেন বীরেন। এবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বীরেন সিং। সূত্রের খবর,  আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। তারপরই রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দেন বীরেন।
ইস্তফা দিলেন বীরেন সিং।
ইস্তফা দিলেন বীরেন সিং।
advertisement

আরও পড়ুন: মহাকুম্ভ যাওয়া ট্রেনের যাত্রীদের উপর দুমদাম ছোড়া হচ্ছে পাথর! ভাইরাল ভিডিও, ঘটনা কী?

আগামিকাল, মণিপুরে বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। সেখানে মণিপুর হিংসা নিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা  প্রস্তাব আনার কথা ছিল কংগ্রেসের। তার আগের দিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বীরেন সিং।

advertisement

আরও পড়ুন: মোদি ফেরার পরেই দিল্লির শপথগ্রহণ? জমকালো অনুষ্ঠানের প্ল্যান বিজেপির! আমন্ত্রণে কারা কারা?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাস থেকে মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত মণিপুর। মাঝে কিছু দিন বিরতির পর গত বছরের সেপ্টেম্বর মাসে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। জ্বালিয়ে দেওয়া হয় একাধিক বাড়িঘর। দফায় দফায় সংঘর্ষ চলে মণিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের বেশ কয়েক জন বিধায়কের বাড়িতে হামলা চালায় উন্মত্ত জনতা। রাজ্যের পাঁচ জেলায় জারি করা হয় কার্ফু। ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Manipur: মণিপুরে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা বীরেন সিংয়ের! কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের আগেই পদত্যাগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল