TRENDING:

Tripura assembly elections 2023: যুবরা ভোট দিলেই বদল হবে, মোদির মন্তব্যকেই হাতিয়ার করলেন মানিক

Last Updated:

ত্রিপুরায় এবার মূলত ত্রিমুখী লড়াই৷ বিজেপি-আইএফটি জোটের সঙ্গে একদিকে যেমন বাম-কংগ্রেস জোটের লড়াই, সেরকমই প্রবল ভাবে উঠে এসেছে প্রদ্যোৎ মাণিক্যের দল তিপরামোথা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগরতলা: সকাল সকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে ত্রিপুরার যুবসমাজকে বেশি করে ভোট দিতে আহবান জানিয়েছিলেন৷ ভোট দিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেই সহমত পোষণ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ দীর্ঘ দু দশক ত্রিপুরার রাজ্যপাট সামলানো মানিকের অবশ্য দাবি, যুবরা ভোট দিলেই ত্রিপুরায় বদল হবে৷ পরাজিত হবে বিজেপি৷
নরেন্দ্র মোদিকে জবাব দিলেন মানিক সরকার।
নরেন্দ্র মোদিকে জবাব দিলেন মানিক সরকার।
advertisement

এ দিন সকালে আগরতলার শিশু বিহার স্কুলে ভোট দিতে আসেন মানিক সরকার৷ সকাল থেকেই ভোটগ্রহণকে কেন্দ্র করে ত্রিপুরার বেশ কয়েকটি জায়গায় অশান্তির খবর এসেছে৷ মানিক সরকারও বিজেপি-র বিরুদ্ধে অভিযোগ করে বলেন, 'জায়গায় জায়গায় আমাদের কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। একাধিক জায়গায় মানুষ প্রতিরোধ করছে। আমাদের কাছে গোটা রাজ্যের খবর আসছে৷ আমরা সেগুলো পর্যালোচনা করছি।'

advertisement

আরও পড়ুন: বাম-বিজেপি হাতাহাতি! ভোটের সকালে উত্তপ্ত ত্রিপুরার শান্তিরবাজার এলাকা

এবার তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও বাম-কংগ্রেস অলিখিত জোটের মুখ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীই৷ ত্রিপুরায় বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে এবার কর্মসংস্থান তৈরি করতে না পারার অভিযোগে সরব হয়েছে বাম-কংগ্রেস৷ তাই প্রধানমন্ত্রী যুবসমাজকে ভোট দেওয়ার আবেদন করায় সেই মন্তব্যকেই হাতিয়ার করে পাল্টা জবাব দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷

advertisement

ত্রিপুরায় এবার মূলত ত্রিমুখী লড়াই৷ বিজেপি-আইএফটি জোটের সঙ্গে একদিকে যেমন বাম-কংগ্রেস জোটের লড়াই, সেরকমই প্রবল ভাবে উঠে এসেছে প্রদ্যোৎ মাণিক্যের দল তিপরামোথা৷ ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি-র বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ নিয়েই ভোটের ময়দানে নেমেছে বিরোধীরা৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সব সর্বশেষ পড়ুন ত্রিপুরা বিধানসভা নির্বাচন 2023  এখানে খবর

বাংলা খবর/ খবর/দেশ/
Tripura assembly elections 2023: যুবরা ভোট দিলেই বদল হবে, মোদির মন্তব্যকেই হাতিয়ার করলেন মানিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল