সেইসঙ্গে আসন্ন উপ নির্বাচনে দুটি আসনেই জয়ী হবে ভারতীয় জনতা পার্টি। এছাড়া, ২০২৪-এর লোকসভা নির্বাচনেও রাজ্যের দুটি আসনেই বিপুল ভোটে জয়ী হবেন বিজেপি প্রার্থীরা। মানুষের জন্য যে বিকাশমুখী কাজ করা হচ্ছে সেই নিরিখেই এই জয় সুনিশ্চিত হবে। এদিন সাংগঠনিক কর্মসূচিতে এই প্রত্যয় ব্যক্ত করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘মানুষের স্বার্থে কাজ করার ক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের একটা বিশাল ভূমিকা রয়েছে। সেই নিরিখেই কাজ করতে হবে তাদের।’’
advertisement
আরও পড়ুন: রাতারাতি কোটিপতি! আমূল বদলে গেল বীরভূমের হোটেলকর্মীর জীবন, গোলাপ পেল লটারি!
এদিন ভারতীয় জনতা পার্টির দলীয় কর্মসূচিতে বিভিন্ন মূল্যবান পরামর্শ উপস্থিত জনপ্রতিনিধিদের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বিশেষ করে সকলকে পার্টির গাইডলাইন মেনে চলতে পরামর্শ দেন তিনি।
মানিক বলেন, ‘‘রাজ্য সরকার স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিক্ষেত্রকে অন্যতম অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সারা ত্রিপুরাতে অগ্রগতির দিশা নিয়ে কাজ করছে সরকার। আর এসব কাজকর্ম নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রূপায়িত হয়ে থাকে। জনপ্রতিনিধিদেরও পার্টির নির্দেশিকা মেনে কাজ করতে হবে। পার্টি ছাড়া কিছুই হবে না। সমাজের কল্যাণে, দেশের কল্যাণে পার্টির নির্দেশিকা মানতে হবে। দুদিনের প্রশিক্ষণ শিবিরে এসব বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।’’
ডাঃ সাহা আরও বলেন, ‘‘১৯৫১ সালে পার্টির পূর্বসুরী জনসংঘের প্রতিষ্ঠা হয়েছে। এরপর ১৯৮০ সালে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার অনেক কিছু করছে। সরকার কী কাজ করছে সেগুলি মানুষের কাছে পৌঁছে দিতে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।’’
তিনি জানান, এক্ষেত্রে, শুধু সভাপতি বা সহ সভাপতির উপর নির্ভর করলে হবে না। সমাজ পরিবর্তনের মাধ্যমে সরকারে থাকতে হবে। আর সমাজ পরিবর্তন করতে হলে আরও অনেক কাজ দায়িত্ব নিয়ে করতে হবে। সরকারের যেসকল কাজ রয়েছে এর বেশিরভাগই ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমে বাস্তবায়িত হয়। আর সময়ের সঙ্গে কাজ করতে না পারলে কেন্দ্র থেকে যে বরাদ্দ আসে সেটা চলে যায়। তাই আগামী ডিসেম্বরের মধ্যে অনেক প্রকল্পের কাজ শেষ করতে হবে।