TRENDING:

Flight Delayed: প্রেমিকার সঙ্গে মোবাইলে চ্যাট দেখে সন্দেহ সহযাত্রীর, বিমান উড়ল ৬ ঘণ্টা দেরিতে !

Last Updated:

স্রেফ রসিকতার জন্য যে কী কাণ্ড ঘটে যেতে পারে, এই ঘটনা তারই উদাহরণ ৷ ওই যুগলের বিরুদ্ধে কোনও অভিযোগ অবশ্য দায়ের করা হয়নি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সকাল ১১টায় ওড়ার কথা থাকলেও বিমান উড়ল দেরিতে ৷ আর ১-২ ঘণ্টা নয়, একেবারে ৬ ঘণ্টা দেরিতে উড়ল ইন্ডিগোর ম্যাঙ্গালুরু-মুম্বইগামী একটি বিমান ৷ আর সেটা ঘটল, শুধুমাত্র এক যুগলের নিজেদের মধ্যে করা কিছু টেক্সট মেসেজের জন্য ৷
advertisement

রবিবার সকালে বিমান ধরতে ম্যাঙ্গালুরু বিমানবন্দরে এসেছিলেন এক ব্যক্তি ৷ সঙ্গে ছিলেন প্রেমিকা ৷ তাঁর অন্য একটি বিমানে করে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল ৷ মুম্বইগামী বিমানে ওঠার পরেও প্রেমিকার সঙ্গে মেসেজে কথা হচ্ছিল ওই ব্যক্তির ৷ সেই টেক্সট মেসেজগুলি চোখে পড়ে যায় পাশে বসা সহযাত্রীর ৷ ঠিক কী মেসেজ লিখেছিলেন তাঁরা, তা অবশ্য এখনও স্পষ্ট নয় ৷ কিন্তু সহযাত্রী ওই মেসেজ দেখেই কেবিন ক্রু-দের সঙ্গে যোগাযোগ করেন ৷ এরপর দ্রুত এটিসি-র সঙ্গে যোগাযোগ করে বিমানটিকে আবার ট্যাক্সি বে-তে ফিরিয়ে নিয়ে আসা হয় ৷

advertisement

আরও পড়ুন-চল্লিশ পেরিয়ে ভাল থাকার রহস্য? কী সাংঘাতিক, বিবাহবিচ্ছেদ কেন উঠে আসছে কারণ হিসেবে

এরপর সব যাত্রীদের নামিয়ে সব ব্যাগপত্র তল্লাশি করা হয় ৷ ওই ব্যক্তিকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় ৷ ব্যক্তির প্রেমিকাকেও বেঙ্গালুরুগামী বিমানে চড়তে দেওয়া হয়নি ৷ তাঁদের ছাড়াই মুম্বই এবং বেঙ্গালুরুর বিমান শেষপর্যন্ত উড়ে যায় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

স্রেফ রসিকতার জন্য যে কী কাণ্ড ঘটে যেতে পারে, এই ঘটনা তারই উদাহরণ ৷ ওই যুগলের বিরুদ্ধে কোনও অভিযোগ অবশ্য দায়ের করা হয়নি ৷ স্রেফ মজা করেই তারা এমন কিছু টেক্সট মেসেজ নিজেদের মধ্যে করেছিলেন, যা দেখে ঘাবড়ে যান প্রত্যেকেই ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Flight Delayed: প্রেমিকার সঙ্গে মোবাইলে চ্যাট দেখে সন্দেহ সহযাত্রীর, বিমান উড়ল ৬ ঘণ্টা দেরিতে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল