ফেসবুক ও টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে এসে অপদস্থ হতে হয় মহিলাদের। নানা বিতর্কিত ও অশানীন মন্তব্যের মুখে পড়তে হয়। অধিকাংশ ক্ষেত্রেই সে সব কুরুচিকর। ইন্টারনেট ব্যবহারকারী কোনও তরুণীর মনে হতেই পারে, ছায়ার মতো কেউ যেন সর্বক্ষণ অনুসরণ করে চলেছে তাঁকে। এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধি। দুদিন আগেই ট্যুইট করেছেন। আপনি কি সেই মহিলা যাঁকে অপদস্থ করা হচ্ছে? আমাকে জানান gandhim@nic.in-এ ৷
advertisement
মানেকা জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সঙ্গে এ ব্যাপারে কথা বলবেন তিনি। ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করবেন। দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে। তবে জাতীয় মহিলা কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর ইচ্ছে মতো সোশ্যাল সাইটে নজরদারি চালানো তাদের পক্ষে সম্ভব নয়। তেমন পরিকাঠামো নেই কমিশনের। গত মে মাসে এ ধরনের অভিযোগ গ্রহণ করতে পোর্টাল খুলেছে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রক। এবার কোমর বেধে নেমেছেন মানেকা।