এদিন গড়কড়ি জানান, ‘নির্ভয়াকাণ্ডের পর রাজধানীতে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷ ভবিষ্যতে যাতে আর কোনও মহিলাকে এমন দুর্ভাগ্যজনক ঘটনার স্বীকার না হতে হয় তাই এমারজেন্সি বোতাম বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার ৷
প্রথমে লঞ্চ হওয়ার পর রাজস্থান স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ২০টি বাসে এমারজেন্সি বোতাম ও সিসিটিভি ক্যামেরা লাগানো হবে ৷ যে কোনও যানবাহন যাতে ২৩ জনের বেশি যাত্রী যাতায়াত করতে পারবে তাতে এমারজেন্সি বোতাম ও সিসিটিভি ক্যামেরা লাগাতেই হবে ৷ GPS এর মাধ্যমে পুলিশ কন্ট্রোল রুম এদের উপর নজরদারি চালাবে ৷
advertisement
গড়কড়ি জানিয়েছেন কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটল মহিলা যাত্রী ওই বোতাম টিপলেই GPS-এর মাধ্যমে নিকটবর্তী থানায় খবর পৌঁছে যাবে ৷ এমারজেন্সি সিগনাল পাওয়ার পর থেকেই সিসিটিভি ফুটেজে দেখা যাবে সেখানে কী ঘটনা ঘটছে ৷
এছাড়াও যদি কোনও বাস তার নির্ধারিত রাস্তার পরিবর্তনে অন্য কোনও রাস্তা নেয় তাহলেও কন্ট্রোল রুমে সিগনাল যাবে ৷ এবং সেখানে উপস্থিত পুলিশ বাসের উপর নজরদারি রাখতে পারবে ৷