TRENDING:

মালপত্র অন্যত্র পাঠানোর পর বিমানসংস্থার তরফে যাত্রীকে কী বলা হল দেখুন !

Last Updated:

যাত্রীর এই মজা করে করা ট্যুইট বুঝে উঠতেই পারেনি এয়ারলাইন্স সংস্থা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এয়ারলাইন্সের খারাপ পরিষেবার জন্য সোশ্যাল মিডিয়াকে অনেক বিমানযাত্রীই এর আগে হাতিয়ার করেছেন ৷ ফ্লাইট অস্বাভাবিক দেরিতে ওড়া, খাবারের মান খারাপ ইত্যাদি অনেক কিছুই এখন সোশ্যাল মিডিয়ার সৌজন্যে খুব তাড়াতাড়ি জানা সম্ভব হয় ৷ এমনই একটি হাস্যকর ঘটনা এবার ধরা পড়ল ট্যুইটারে একটি পোস্টে ৷ যাত্রী যা ট্যুইট করলেন তা ওই বিমান সংস্থার জন্য অত্যন্ত লজ্জাজনক ৷
advertisement

ঠিক কী ঘটেছিল সেদিন ? কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন যাত্রী রোশন আগরওয়াল ৷ নেমে দেখেন তাঁর মালপত্র চলে গিয়েছে হায়দরাবাদে ৷ এমন হয়রানির জন্য বিমান সংস্থা ইন্ডিগোর উদ্দেশ্যে ওই যাত্রী ট্যুইট করেন ‘‘ দারুণ সার্ভিস ৷ আমার মালপত্র হায়দরাবাদে পাঠিয়ে আমায় একই সময় কলকাতায় পাঠানোর জন্য ধন্যবাদ ৷ ’’ কিন্তু যাত্রীর এই মজা করে করা ট্যুইট বুঝে উঠতেই পারেনি এয়ারলাইন্স সংস্থা ৷ ইন্ডিগোর থেকে যাত্রীকে ট্যুইটের জবাবে বলা হয় ‘‘খুব ভাল লাগল শুনে’’ ৷ এই ট্যুইটের জবাবে ওই যাত্রী সরাসরি লিখতে তাই বাধ্য হন, ‘‘ এত বোকা কী করে কেউ হতে পারে ! ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
মালপত্র অন্যত্র পাঠানোর পর বিমানসংস্থার তরফে যাত্রীকে কী বলা হল দেখুন !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল