আরও পড়ুন: ইসলামপুরের জের, শিক্ষক নিয়োগ স্থগিত রাজ্যে
বিমানের সহ-যাত্রীরা জানিয়েছেন, নিজের সিট থেকে ওঠে ওই ব্যক্তি এমারজেন্সি গেটের সামনে চলে যান ৷ এরপর সেটি খোলার চেষ্টা শুরু করেন ৷ কিন্তু বাকি যাত্রীদের তৎপরতায় এড়ানো সম্ভব হয়েছে বড়সড় দুর্ঘটনা ৷ তবে তাকে আটকানোর চেষ্টা করলে তিনি তা মানতে রাজি না হওয়ায় শুরু হয় ধস্তাধস্তি ৷ এর জন্য বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷
advertisement
আরও পড়ুন: কেরলের পর কি এ বার হিমাচল? তুষার-বৃষ্টিতে বাঁধ ভাঙছে জলের তোড়
CISF আধিকারিক জানিয়েছেন রিয়ার গেটের লক খুলতে সক্ষম হয়েছিলেন ওই ব্যক্তি ৷ কিন্তু এয়ার প্রেসারের জন্য দরজাটা খুলতে পারেননি ৷ ক্র মেম্বরদের জানানোর আগে বিমানের সহ-যাত্রীরা গেটটি ফের লক করে দেয় ৷
আরও পড়ুন: আদিবাসী-অবরোধ উঠেছে, তবু আজও বাতিল বহু ট্রেন!
পুলিশি জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন যে বিমানে তিনি প্রথমবার যাত্রা করছিলেন ৷ তিনি জানতে না ওটা এমারজেন্সি গেট ৷ শৌচালয় ভেবে দরজা খোলার চেষ্টা করেছিলেন তিনি ৷ বন্ডে সই করিয়ে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ ৷