TRENDING:

শৌচালয় ভেবে প্লেনের দরজা খুলতে গেল যাত্রী !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিমানের এক যাত্রীর বোকামির জেরে মাঝ আকাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানে ৷ দিল্লি-পটনাগামী GoAir বিমানের এক যাত্রী মাঝ আকাশে শৌচালয় ভেবে বিমানের দরজা খোলার চেষ্টা করেন ৷ শনিবার G8-149 বিমানে ঘটনাটি ঘটে ৷ সেই সময় বিমানে উপস্থিত ছিল ১৫০ জন ৷ পটনা পৌঁছনোর পর CISF ওই ব্যক্তিকে এয়ারপোর্ট থানার হাতে তুলে দিয়েছে ৷ রাজস্থানের আজমেরে একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত ওই ব্যক্তি ৷ ওই দিল্লি থেকে পটনা যাচ্ছিলেন তিনি ৷
advertisement

আরও পড়ুন: ইসলামপুরের জের, শিক্ষক নিয়োগ স্থগিত রাজ্যে

বিমানের সহ-যাত্রীরা জানিয়েছেন, নিজের সিট থেকে ওঠে ওই ব্যক্তি এমারজেন্সি গেটের সামনে চলে যান ৷ এরপর সেটি খোলার চেষ্টা শুরু করেন ৷ কিন্তু বাকি যাত্রীদের তৎপরতায় এড়ানো সম্ভব হয়েছে বড়সড় দুর্ঘটনা ৷ তবে তাকে আটকানোর চেষ্টা করলে তিনি তা মানতে রাজি না হওয়ায় শুরু হয় ধস্তাধস্তি ৷ এর জন্য বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷

advertisement

আরও পড়ুন: কেরলের পর কি এ বার হিমাচল? তুষার-বৃষ্টিতে বাঁধ ভাঙছে জলের তোড়

CISF আধিকারিক জানিয়েছেন রিয়ার গেটের লক খুলতে সক্ষম হয়েছিলেন ওই ব্যক্তি ৷ কিন্তু এয়ার প্রেসারের জন্য দরজাটা খুলতে পারেননি ৷ ক্র মেম্বরদের জানানোর আগে বিমানের সহ-যাত্রীরা গেটটি ফের লক করে দেয় ৷

আরও পড়ুন: আদিবাসী-অবরোধ উঠেছে, তবু আজও বাতিল বহু ট্রেন!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুলিশি জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন যে বিমানে তিনি প্রথমবার যাত্রা করছিলেন ৷ তিনি জানতে না ওটা এমারজেন্সি গেট ৷ শৌচালয় ভেবে দরজা খোলার চেষ্টা করেছিলেন তিনি ৷ বন্ডে সই করিয়ে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ ৷

বাংলা খবর/ খবর/দেশ/
শৌচালয় ভেবে প্লেনের দরজা খুলতে গেল যাত্রী !