TRENDING:

ট্রেনের বগির নীচে ঝুলেই পাড়ি ৩০০ কিলোমিটার! দানাপুর এক্সপ্রেস স্টেশনে থামতেই হতবাক রেলকর্মীরা

Last Updated:

অবাক করে দেওয়ার মতো এই ঘটনাই ঘটেছে মধ্যপ্রদেশে৷ জানা গিয়েছে, ইতারসি স্টেশন থেকে দানাপুর এক্সপ্রেসের এস ফোর কামরার নীচে দু চাকার মাঝে কোনওক্রমে লুকিয়ে পড়েন ওই ব্যক্তি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জবলপুর: স্টেশনে ট্রেন এসে থামার পর রুটিন পরীক্ষা করছিলেন রেলকর্মীরা৷ তখনই একটি কামরার নীচে উঁকি দিতেই চমকে উঠলেন তাঁরা৷ ট্রেনের বগির নীচে বিপজ্জনক ভাবে ঝুলে রয়েছেন এক ব্যক্তি৷ জিজ্ঞাসাবাদ করায় ওই ব্যক্তি জানালেন, প্রায় তিনশো কিলোমিটার পথ ওই ভাবে ট্রেনের নীচে ঝুলে ঝুলেই চলে এসেছেন তিনি!
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

অবাক করে দেওয়ার মতো এই ঘটনাই ঘটেছে মধ্যপ্রদেশে৷ জানা গিয়েছে, ইতারসি স্টেশন থেকে দানাপুর এক্সপ্রেসের এস ফোর কামরার নীচে দু চাকার মাঝে কোনওক্রমে লুকিয়ে পড়েন ওই ব্যক্তি৷ এর পর জীবনের ঝুঁকি নিয়ে ওই ভাবেই কামরার নীচে কার্যত ঝুলতে ঝুলতেই ২৯০ কিলোমিটার রেল পথ পেরিয়ে জবলপুর পর্যন্ত চলে আসেন তিনি৷

আরও পড়ুন: বরাদ্দ ছিল কয়েক কোটির BMW, মনমোহনের পছন্দের গাড়ি ছিল কোনটি? ফাঁস করলেন একসময়ের ছায়াসঙ্গী

advertisement

জবলপুর স্টেশনে দানাপুর এক্সপ্রেস পৌঁছনোর পর রেলের ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপার্টমেন্টের কর্মীরা ট্রেনের কামরার নীচে রুটিন পরীক্ষা করছিলেন৷ তখনই লুকিয়ে থাকা ওই ব্যক্তিকে দেখতে পান তাঁরা৷ ঘটনার ভিডিও সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, কামরার নীচ থেকে বেরিয়ে আসছেন ওই ব্যক্তি৷

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁর কাছে ট্রেনের টিকিট কাটার টাকা ছিল না৷ তাই জীবনের ঝুঁকি নিয়েও গন্তব্যে পৌঁছতে এই ভাবে কামরার নীচে লুকিয়ে পড়েন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

উদ্ধার করার পর ওই ব্যক্তিকে আরপিএফ-এর হাতে তুলে দেওয়া হয়৷ যদিও কীভাবে ওই ব্যক্তি ট্রেনের দুটি চাকার মাঝখানে অতক্ষণ ঝুলে থাকলেন, সেটাই ভেবে পাচ্ছেন না রেলকর্মীরা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ট্রেনের বগির নীচে ঝুলেই পাড়ি ৩০০ কিলোমিটার! দানাপুর এক্সপ্রেস স্টেশনে থামতেই হতবাক রেলকর্মীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল