অবাক করে দেওয়ার মতো এই ঘটনাই ঘটেছে মধ্যপ্রদেশে৷ জানা গিয়েছে, ইতারসি স্টেশন থেকে দানাপুর এক্সপ্রেসের এস ফোর কামরার নীচে দু চাকার মাঝে কোনওক্রমে লুকিয়ে পড়েন ওই ব্যক্তি৷ এর পর জীবনের ঝুঁকি নিয়ে ওই ভাবেই কামরার নীচে কার্যত ঝুলতে ঝুলতেই ২৯০ কিলোমিটার রেল পথ পেরিয়ে জবলপুর পর্যন্ত চলে আসেন তিনি৷
আরও পড়ুন: বরাদ্দ ছিল কয়েক কোটির BMW, মনমোহনের পছন্দের গাড়ি ছিল কোনটি? ফাঁস করলেন একসময়ের ছায়াসঙ্গী
advertisement
জবলপুর স্টেশনে দানাপুর এক্সপ্রেস পৌঁছনোর পর রেলের ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপার্টমেন্টের কর্মীরা ট্রেনের কামরার নীচে রুটিন পরীক্ষা করছিলেন৷ তখনই লুকিয়ে থাকা ওই ব্যক্তিকে দেখতে পান তাঁরা৷ ঘটনার ভিডিও সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, কামরার নীচ থেকে বেরিয়ে আসছেন ওই ব্যক্তি৷
জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁর কাছে ট্রেনের টিকিট কাটার টাকা ছিল না৷ তাই জীবনের ঝুঁকি নিয়েও গন্তব্যে পৌঁছতে এই ভাবে কামরার নীচে লুকিয়ে পড়েন তিনি৷
উদ্ধার করার পর ওই ব্যক্তিকে আরপিএফ-এর হাতে তুলে দেওয়া হয়৷ যদিও কীভাবে ওই ব্যক্তি ট্রেনের দুটি চাকার মাঝখানে অতক্ষণ ঝুলে থাকলেন, সেটাই ভেবে পাচ্ছেন না রেলকর্মীরা৷