উত্তরপ্রদেশের মদেয়গঞ্জের এই নির্যাতনের ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পুলিশের নজরে এলে ব্যবস্থা নেয় পুলিশ, এই ঘটনার জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, আহতের নাম রঞ্জিত যাদব, তিনি লখনউয়ের রূপপুর খদ্রা এলাকায় একটি মুদির দোকানের মালিক।
advertisement
আরও পড়ুন: সচিন তেন্ডুলকর থেকে মহেন্দ্র ধোনি! ভারতের কোচ হতে জমা পড়েছে ৩০০০-এর বেশি আবেদন
অন্য একটি বাড়ির ছাদ থেকে মোবাইলে রেকর্ড করা ভিডিয়োতে দেখা গিয়েছে রঞ্জিত নামের ওই ব্যক্তিকে ছাদ থেকে ফেলে দেওয়া হচ্ছে। সেই যুবক পড়ে যাওয়ার পরেও থামেনি তাঁর বন্ধুরা। তারা নীচে নেমে এসে মাটিতে পড়ে থাকা যুবককে আরও মারধর করে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা।
যুবককে মারধরের এই ভিডিও ভাইরাল হওয়ার পরে মহানগরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ একটি ভিডিও বার্তায় জানান, এই ঘটনায় অভিযুক্ত চার জনের মধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে, সেই তিন জন হল সুরেন্দ্র কুমার, হেমন্ত কুমার এবং আমির গৌতম, প্রত্যেকেই মদেয়গঞ্জের বাসিন্দা।
এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আহত যুবক রঞ্জিত পুলিশকে জানিয়েছে, শুক্রবার অভিযুক্তেরা জোর করে তাঁর বাড়িতে ঢুকে পড়ে এবং একসঙ্গে মদ খেতে বলে। রঞ্জিত সেই দিন রাজি হয়নি এবং অভিযুক্তদের বেরিয়ে যেতে বলে। পরের দিন অভিযুক্তেরা আসে এবং রঞ্জিতকে ছাদ থেকে ঠেলে ফেলে দেয়, পরে মারধর করে।