দিল্লির দ্বারকা এলাকার ঘটনা ৷ প্রতিদিনের মতোই গত ১৭ এপ্রিল বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজু ৷ সেই সময় ওত পেতে ছিল ওই মহিলার ছেলে আমন(২০) ও তাঁর দুই বন্ধু আশীষ(২১) ও শাহিল(১৯) ৷ রাজুকে নাগালে পেয়েই তাঁকে আড়ালে নিয়ে যায় তাঁরা ৷ ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ ৷ এরপর মৃতপ্রায় রাজুকে পীর বাবা মাজারের কাছে ফেলে রেখে পালিয়ে যায় তিন বন্ধু ৷ পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাঁকে হরিনগরের দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷
advertisement
আরও পড়ুন: গড়িয়া বাজারে লরির ধাক্কায় মৃত ১, দুর্ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা, লাঠিচার্জ
তদন্তে নেমে আমনের মোবাইল নম্বর ট্র্যাক করে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ জেরার মুখে খুনের কথা স্বীকার করে সে ৷ পুলিশের কাছে আমন জানায়, রাজুকে তাঁদের বাড়িতে আসতে বহুবার নিষেধ করেছিল সে ৷ কারণ তাঁর মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল রাজুর ৷ কিন্তু কোনও কথাই শোনেনি মামরাজ ৷ সেই কাণেই তিন বন্ধু মিলে এই খুনের পরিকল্পনা করেছিল তাঁরা ৷
আরও পড়ুন:লিঙ্গায়েত ভোট পাখির চোখ, টেমসের তীরে বাসবেশ্বরের মূর্তিতে মালা দিলেন মোদী