পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাজেশ, তিনি মদনপুরের খাদার এলাকার বাসিন্দা। সিসিটিভি ফুটেজ দেখে জানা গিয়েছে তিনি ওইদিন সকালে আশ্রম এলাকার উড়ালপুলের উপর দিয়ে সাইকেল হাঁটিয়ে যাচ্ছিলেন। সেই সময়েই দ্রুতগতিতে আসা মার্সিডিজটি সজোরে সাইকেল-সহ রাজেশকে ধাক্কা মারে। ঘটনার অভিঘাতে সেখানেই মারা যান রাজেশ। দুমড়ে মুচড়ে যায় সাইকেলটিও। এরপরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান চালক।
advertisement
আরও পড়ুন: মেঘ ভাঙা বৃষ্টি-হড়পা বানে বিপর্যস্ত হিমাচল, মৃত ৩১! বন্ধ বহু রাস্তা
অবশ্য পরে চালককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন কিনা তা পরীক্ষা করে দেখা হবে জানানো হয়।
উল্লেখ্য, কয়েকমাস আগে, ১৯মে পুনে শহরে এমনই এক বিলাসবহুল গাড়ি পোর্শে ২ ইঞ্জিনিয়ারকে পিষে দেয় এক কিশোর। তা নিয়ে পথচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু, এখানেই থেমে থাকে নি পর পর ঘটনা ঘটতেই থাকে। কখনও মুম্বইয়ের ঠানে কিংবা নাসিকে একের পর এক পথ দুর্ঘটনায় পথচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এবারে এই ঘটনায় যোগ হল দিল্লির নাম। আবারও প্রশ্ন উঠল, হুঁশ ফিরবে কবে?