TRENDING:

Gurugram News: মাকে আলাদা করতে হবে, চাপ স্ত্রী-শ্বশুরবাড়ির! অশান্তিতে জেরবার হয়ে কী করলেন যুবক?

Last Updated:

মৃতের নাম যোগেশ কুমার৷ মৃতের পরিবারের পক্ষ থেকে তাঁর স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাকে আলাদা করে দিতে হবে৷ সমানে এই চাপ দিয়ে যাচ্ছিলেন স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজন৷ এই নিয়েই চলছিল অশান্তি৷ শেষ পর্যন্ত সেই মানসিক চাপ নিতে না পেরেই আত্মঘাতী হলেন পেশায় রেডিওথেরাপিস্ট এক ব্যক্তি৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

শনিবার গ্রেটার ফরিদাবাদ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে৷ একটি আবাসনের ১৬ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন তিনি৷

জানা গিয়েছে, মৃতের নাম যোগেশ কুমার৷ মৃতের পরিবারের পক্ষ থেকে তাঁর স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে৷ অভিযোগে বলা হয়েছে, মৃতের স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজন চাইতেন না যে যোগেশের মা ওই দম্পতির সঙ্গে থাকুন৷

advertisement

মৃতের স্ত্রী, তাঁর দুই শ্যালক এবং শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে৷ ভুপানি থানায় এই পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা় হয়৷

পুলিশ জানিয়েছে, যোগেশ কুমার মধ্যপ্রদেশের গ্বালিয়রের বাসিন্দা ছিলেন৷ গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে রেডিওথেরাপিস্ট হিসেবে যুক্ত ছিলেন তিনি৷ ৯ বছর আগে নেহা রাওয়াত নামে এক তরুণীর সঙ্গে বিয়ে হয় তাঁর৷ ওই দম্পতির একটি ৬ বছরের সন্তানও রয়েছে৷

advertisement

এর আগে ওই দম্পতি নয়ডায় থাকতেন৷ যোগেশের স্ত্রীও একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন৷ স্বামী-স্ত্রী দু জনেই চাকরি করায় শিশুসন্তানকে দেখভালের জন্য কেউ ছিল না৷ তাই যোগেশ চেয়েছিলেন নিজের মাকে তাঁদের কাছে এনে রাখতে৷

ছ মাস আগে যোগেশ তাঁর শিশুসন্তানকে নিয়ে সেক্টর ৮৭-র একটি আবাসনে চলে আসেন৷ কিন্তু তাঁর স্ত্রী নেহা সেখানে আসেননি৷ তাই যোগেশ বাচ্চার দেখাশোনার জন্য নিজের মাকে সেখানে ডেকে নেন৷

advertisement

অভিযোগপত্রে যোগেশের আত্মীয় দাবি করেছেন, মাসখানেক আগে যোগেশের স্ত্রী পার্ল সোসাইটির ওই আবাসনে চলে আসেন৷ সেখানে এসেই যোগেশের মায়ের সেখানে থাকা নিয়ে আপত্তি জানান ওই যুবকের স্ত্রী৷ এই নিয়েই দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়৷ যোগেশের দুই শ্যালক এসেও তাঁকে একই চাপ দিতে থাকেন৷ এই অশান্তির ফলেই হতাশ হয়ে পড়েন যোগেশ৷

advertisement

গত বৃহস্পতিবার যোগেশ নিজের স্ত্রীকে নিয়ে গ্বালিয়রে নিজের বাড়িতে যান৷ সেখান থেকে ফেরার সময় নেহাকে নয়ডায় নামিয়ে দেন তিনি৷ এর পর গ্রেটার ফরিদাবাদে নিজের আবাসনে ফিরে এসে শুক্রবার রাতে ১৬ তলা থেকে ঝাঁপ দেন তিনি৷ পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ময়নাগুড়িতে পানীয় জলের আকাল দূর করতে এগিয়ে এল রেড ভলান্টিয়াররা! বড় স্বস্তি
আরও দেখুন

(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))

বাংলা খবর/ খবর/দেশ/
Gurugram News: মাকে আলাদা করতে হবে, চাপ স্ত্রী-শ্বশুরবাড়ির! অশান্তিতে জেরবার হয়ে কী করলেন যুবক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল