TRENDING:

'বিচার পেলাম না!' পর পর মামলা স্ত্রীর, ২৪ পাতার চিঠি লিখে আত্মঘাতী ৩৪ বছরের ইঞ্জিনিয়র

Last Updated:

আক্ষেপের সঙ্গে অতুল সেই সুইসাইড নোটেই লিখেছেন, 'এই মুহূর্তে আইনকে ঢাল করেই ভারতে পুরুষদের হত্যালীলা চলছে৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: গলায় ফাঁস, বুকের কাছে ঝোলানো প্ল্যাকার্ডে লেখা বিচার পেলাম না৷ স্ত্রী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলে এ ভাবেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন ৩৪ বছর বয়সি একজন ইঞ্জিনিয়ার৷ উত্তর প্রদেশের বাসিন্দা অতুল সুভাষ নামে ওই যুবক বেঙ্গালুরুতে নিজের বাড়িতেই আত্মঘাতী হন৷ মৃত্যুর আগে ২৪ পাতার সুইসাইড নোট লিখে গিয়েছেন তিনি৷ সেই চিঠিতেই স্ত্রী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অতুল৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

আক্ষেপের সঙ্গে অতুল সেই সুইসাইড নোটেই লিখেছেন, ‘এই মুহূর্তে আইনকে ঢাল করেই ভারতে পুরুষদের হত্যালীলা চলছে৷’ বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত অতুলের বেঙ্গালুরুর বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অতুলের সঙ্গে তাঁর স্ত্রীর দাম্পত্য কলহ চলছিল৷ উত্তর প্রদেশে অতুলের বিরুদ্ধে তাঁর স্ত্রী একাধিক অভিযোগ এনে মামলাও করেছিলেন৷ মৃত্যুর আগে একাধিক ব্যক্তিকে ই মেল করে নিজের সুইসাইড নোট পাঠান অতুল৷ পাশাপাশি, হোয়াটসঅ্যাপে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকেও নিজের সুইসাইড নোট পাঠান ওই যুবক৷

advertisement

আরও পড়ুন: ‘আমরা কি আমলকি চুষব?’ মমতাকে জবাব দিয়ে তীব্র আক্রমণ বিএনপি নেতা রিজভির

মৃত্যুর আগে নিজের আলমারির গায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস লিখে গিয়েছেন অতুল৷ নিজের ২৪ পাতার সুইসাইড নোট, গাড়ির চাবি, কী কী কাজ তাঁর করা বাকি রইল, সে সমস্ত কিছুই লিখে আলমারির গায়ে সাঁটিয়ে দেন ওই যুবক৷

advertisement

.চরম পদক্ষেপের আগে ওই যুবক একটি ভিডিও রেকর্ড করে বলেন, ‘আমার স্ত্রী আমার বিরুদ্ধে উত্তর প্রদেশে ৯টি মামলা দায়ের করেছেন৷ তার মধ্যে ৬টি মামলা নিম্ন আদালতে চলছে, ৩টি চলছে হাইকোর্টে৷’ অতুল জানিয়েছেন, এর মধ্যে ২০২২ সালে দায়ের করা একটি মামলায় তাঁর সঙ্গে তাঁর বাবা-মা, ভাইয়ের বিরুদ্ধে পণের জন্য অত্যাচার, খুন, অপ্রকৃতিস্থ যৌনাচারের মতো গুরুতর অভিযোগ আনা হয়৷

advertisement

ভিডিওতে ওই যুবক আরও দাবি করেন, পণ হিসেবে তিনি বিপুল টাকা চাওয়ার কারণে তাঁর শ্বশুরমশাইয়ের মৃত্যু হয় বলে অতুলের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন তাঁর স্ত্রী৷ কিন্তু ওই অভিযোগ যে মিথ্যে ছিল, পরে অন্য একটি মামলার জিজ্ঞাসাবাদের সময় তাঁর স্ত্রী স্বীকার করে নেন বলে মৃত্যুর আগে দাবি করে গিয়েছেন অতুল৷ সন্তানের রক্ষণাবেক্ষণের জন্যও তাঁর স্ত্রী প্রতি মাসে ২ লক্ষ টাকা করে দাবি করেন বলে অভিযোগ অতুলের৷

advertisement

উত্তরপ্রদেশের যে আদালতে তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন তাঁর স্ত্রী, সেখানকার মহিলা বিচারক ঘুষের বিনিময়ে মামলা ঝুলিয়ে রাখেন বলেও অভিযোগ করেন অতুল৷ তাঁর আরও অভিযোগ, প্রথমে তাঁর স্ত্রী খোরপোষ বাবদ ১ কোটি টাকা দাবি করেন৷ পরে তা বেড়ে ৩ কোটি হয়৷ মৃত্যুর আগে ওই যুবকের দাবি, জৌনপুরের ওই আদালতের মহিলা বিচারক তাঁকে স্ত্রীর সঙ্গে মিটমাট করে নেওয়ার পরামর্শ দেন৷ শুধু তাই নয়, তিনি যখন বলেন যে তাঁর স্ত্রী মিথ্যে মামলা করেছেন, তখনও ওই বিচারক বিষয়টিকে গুরুত্ব দেননি৷ এমন কি, বিচারকের সামনে অতুল বলেন, এই ধরনের মিথ্যে মামলায় জেরবার হয়েই বহু মানুষ আত্মহত্যার পথ বেছে নেন৷ তখন তাঁর স্ত্রী তাঁকে বলেন, ‘তুমিও তাই করো না৷’ এ কথা শুনে হাসেন ওই মহিলা বিচারক৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মৃত্যুর আগে অতুল আরও দাবি করে গিয়েছেন, তাঁর সুইসাইড নোটকেই যেন এবার সাক্ষ্যপ্রমাণ হিসেবে গণ্য করা হয়৷ মামলার শুনানিরও সরাসরি সম্প্রচার করার দাবি জানিয়েছেন তিনি৷ অতুল আরও আবেদন করেছেন, তাঁর সন্তানের হেফাজত যেন তাঁর বাবা-মাকে দিয়ে দেওয়া হয়৷ তাঁর মৃতদেহের কাছে স্ত্রী এবং শ্বশুরবাড়ির কাউকে ঘেঁষতে না দেওয়ারও আর্জি জানিয়েছেন অতুল৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
'বিচার পেলাম না!' পর পর মামলা স্ত্রীর, ২৪ পাতার চিঠি লিখে আত্মঘাতী ৩৪ বছরের ইঞ্জিনিয়র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল