TRENDING:

Crime: মজা করতে করতে এ কী কাণ্ড! পশ্চাদদেশে পাইপ ঢুকিয়ে দিল বন্ধু, ফেটে গেল অন্ত্র, মর্মান্তিক ঘটনায় তোলপাড় দেশ

Last Updated:

মজা করতে করতে ভয়ঙ্কর কাণ্ড। বন্ধুর পশ্চাদদেশে কম্প্রেসর পাইপ ঢুকিয়ে দিল অন‍্য বন্ধু। জয়পুরের ঘটনায় তোলপাড় দেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়পুর: বন্ধুদের মধ‍্যে হাসি, ঠাট্টা, মান-অভিমান চলতেই থাকে। কিন্তু মজা করতে করতে ভয়ঙ্কর কাণ্ড। বন্ধুর পশ্চাদদেশে কম্প্রেসর পাইপ ঢুকিয়ে দিল অন‍্য বন্ধু। জয়পুরের ঘটনায় তোলপাড় দেশ। জানা গিয়েছে আহত ব‍্যক্তি আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা, নাম সৌভিক সিং। এবং আক্রমণকারী বিহারের বাসিন্দা রঘুবীর সিং। ঠিক কী হয়েছিল?
মজা করতে করতে এ কী কাণ্ড! পশ্চাদদেশে পাইপ ঢুকিয়ে দিল বন্ধু, ফেটে গেল অন্ত্র, মর্মান্তিক ঘটনায় তোলপাড় দেশ
মজা করতে করতে এ কী কাণ্ড! পশ্চাদদেশে পাইপ ঢুকিয়ে দিল বন্ধু, ফেটে গেল অন্ত্র, মর্মান্তিক ঘটনায় তোলপাড় দেশ
advertisement

সূত্রের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গ নিবাসী সৌভিক এবং বিহারের রঘুবীর দুজনেই পেশায় শ্রমিক। দু’জনেই জয়পুরে ছিলেন কাজের প্রয়োজনে। দু’জনের মধ‍্যে বন্ধুত্বের সম্পর্কই ছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: মহাশিবরাত্রির দিনেই স্থান বদল চন্দ্রের! ৩ রাশির কপালে টাকার বৃষ্টি, সাফল‍্য হাতের মুঠোয়

জয়পুরের কালাডেরা কসবার রিকো শিল্পাঞ্চলের চপ্পল ফ্যাক্টরিতে কাজ করতেন দুই শ্রমিক। মজা করতেই করতেই নাকি কম্প্রেসরের পাইপ হাতে তুলে নেয় দুই বন্ধু। রঘুবীর কম্প্রেসর পাইপ ঢুকিয়ে দেয় সৌভিকের গোপনাঙ্গের মধ‍্যে। এতে শরীরে অন্দরে প্রবেশ করে হাওয়া।

advertisement

আরও পড়ুন: মিটারে দেখাচ্ছে ০, কিন্তু আসলে… খুব সাবধান, এইভাবেই ঠকাচ্ছে বহু পেট্রোল পাম্প! হাতে নাতে ধরবেন কীভাবে? শিখে নিন

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন

ফলে অন্ত্র ফেটে যায়। ভয়ঙ্কর কাণ্ডে আহত হয় অপর শ্রমিক সৌভিক সিংহ। তড়িঘড়ি আহত অবস্থায় তাকে পার্শবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় ইতিমধ‍্যে মামলা দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। প্রসঙ্গত, কিছুদিন আগেও ঘটেছিল এমনই ঘটনা। জয়পুরের বিশ্বকর্মা রিকো অঞ্চলের একটি কোম্পানির শ্রমিকের দেহেও একই ভাবে ভরা হয়েছিল হাওয়া। ওই ঘটনায় মৃত‍্যু হয়ে আহত শ্রমিকের।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Crime: মজা করতে করতে এ কী কাণ্ড! পশ্চাদদেশে পাইপ ঢুকিয়ে দিল বন্ধু, ফেটে গেল অন্ত্র, মর্মান্তিক ঘটনায় তোলপাড় দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল