সূত্রের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গ নিবাসী সৌভিক এবং বিহারের রঘুবীর দুজনেই পেশায় শ্রমিক। দু’জনেই জয়পুরে ছিলেন কাজের প্রয়োজনে। দু’জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্কই ছিল বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: মহাশিবরাত্রির দিনেই স্থান বদল চন্দ্রের! ৩ রাশির কপালে টাকার বৃষ্টি, সাফল্য হাতের মুঠোয়
জয়পুরের কালাডেরা কসবার রিকো শিল্পাঞ্চলের চপ্পল ফ্যাক্টরিতে কাজ করতেন দুই শ্রমিক। মজা করতেই করতেই নাকি কম্প্রেসরের পাইপ হাতে তুলে নেয় দুই বন্ধু। রঘুবীর কম্প্রেসর পাইপ ঢুকিয়ে দেয় সৌভিকের গোপনাঙ্গের মধ্যে। এতে শরীরে অন্দরে প্রবেশ করে হাওয়া।
advertisement
ফলে অন্ত্র ফেটে যায়। ভয়ঙ্কর কাণ্ডে আহত হয় অপর শ্রমিক সৌভিক সিংহ। তড়িঘড়ি আহত অবস্থায় তাকে পার্শবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। প্রসঙ্গত, কিছুদিন আগেও ঘটেছিল এমনই ঘটনা। জয়পুরের বিশ্বকর্মা রিকো অঞ্চলের একটি কোম্পানির শ্রমিকের দেহেও একই ভাবে ভরা হয়েছিল হাওয়া। ওই ঘটনায় মৃত্যু হয়ে আহত শ্রমিকের।