TRENDING:

সিট ৩৬০, আঠারো হাজারের টিকিট কেটে একা ফাঁকা Emirates প্লেনে দুবাই গেলেন এক যাত্রী!

Last Updated:

মুম্বই থেকে দুবাই প্লেন চালাতে শুধুমাত্র জ্বালানি খরচ ৮ লক্ষ টাকা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কখনও,কখনও আপনি স্বপ্নে ভেবে থাকবেন যে বিমান সফরে (Flight) আপনি গোটা একা প্লেনে উড়ে যাচ্ছেন আপনার গন্তব্যে৷ আবার কখনও ভাবেন আপনার ইকনমি ক্লাসের টিকিটটা যদি বিজনেস ক্লাসে করে দেওয়া হত! কিন্তু এগুলোর কোনটাই আপনার সঙ্গে হয় না৷ কিন্তু এরচেয়েও বড় একটা ঘটনা ঘটে গেল মুম্বইয়ের এক ব্যক্তির সঙ্গে৷
advertisement

নামমাত্র ভাড়ায় মুম্বই থেকে দুবাই যাওয়ার প্লেনের টিকিট কেটেছিলেন তিনি৷ ১৮ হাজার টাকার টিকিটের বিনিময়ে তিনি প্লেনে উঠে দেখেন ৩৬০ সিটের বোয়িং বিমানে (Boeing 777)  তিনি একাই সফর করছেন! তাও আবার এমিরেটসের বিমানে৷

৪০ বছরের ভাবেশ জাভেরি স্টারজেমস গ্রুপের সিইও৷ তাঁকে বিভিন্ন সময়েই দুবাই ও মুম্বই যাতায়াত করতে হয়৷ কিন্তু ১৯ মে তাঁর সফর তাঁর জীবনের জন্য একেবারে স্মরণীয় হয়ে গেল৷ তিনি কাজের জন্য এমিরেটসে ফোন করে দুবাইয়ের জন্য একটি সিট বুক করেছিলেন৷ তাঁর টিকিটের মূল্য ছিল ১৮ হাজার টাকা৷

advertisement

তবে তিনি বেশির ভাগ সময়েই বিজনেস ক্লাসে সফর করেন কিন্তু এবার তাঁর টিকিট ইকোনমি ক্লাসের ছিল৷ তিনি সাড়ে চারটের সময় ফ্লাইটে উঠে দেখেন ক্রু মেম্বার ব্যতীত যাত্রী বলতে শুধুমাত্র তিনিই৷ পুরো বিমানে একজনই যাত্রী আর সেটা তিনি৷ এটা দেখে ভাবেশ উৎসাহিত হয়ে ওঠেন৷ বিমান সেবিকা ও ক্যাপ্টেন বিমানে তাঁকে করতালি দিয়ে স্বাগত জানান৷

advertisement

এই আড়াই ঘণ্টার বিমান উড়তে বোয়িং ৭৭৭ -র মোট ৮ লক্ষ টাকার জ্বালানি লাগে৷ এই অবস্থায় শুধুমাত্র একজন যাত্রী নিয়ে দুবাই যাওয়ার সিদ্ধান্ত নেয় এমিরেটস৷ সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ি দুবাই থেকে ভালো সংখ্যক যাত্রী নিয়মিত মুম্বই আসেন৷ সেই কথা মাথায় রেখেই ভাবেশকে নিয়েই গোটা একটি প্লেন উড়িয়ে দুবাই গেছে এমিরেটসের ফ্লাইট৷ মুম্বই থেকে দুবাই যদি কোনও চ্যাটার্ড ফ্লাইট যায় তাহলে তার ভাড়া হয় ৭০ লক্ষ টাকা৷

advertisement

করোনা কালে ভারতের সঙ্গে একাধিক দেশের বিমান চলাচল বন্ধ রয়েছে৷ কিন্তু কিছু দেশ আছে যেখানে ভারতীয়রা যেতে পারছেন৷ সংযুক্ত আরব আমিরশাহি এরকমই দেশ৷ তবে ইউএই-র নাগরিক, ইউএই- গোল্ডেন ভিজা প্রাপ্ত মানুষ এবং ডিপ্লম্যাটিক কাজে যাঁরা যাচ্ছেন তাঁরাই এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহিতে যেতে পারছেন৷

বাংলা খবর/ খবর/দেশ/
সিট ৩৬০, আঠারো হাজারের টিকিট কেটে একা ফাঁকা Emirates প্লেনে দুবাই গেলেন এক যাত্রী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল