গ্রামের বাসিন্দা সকলদেব সাহনি শুক্রবার তাঁর জমিতে কাজ করছিলেন। হঠাৎ একটি বিষাক্ত সাপ ঝোপের আড়াল থেকে তাঁকে ছোবল মারে। সকালদেব এতে মোটেই ঘাবড়ে যাননি, বরং সাহসিকতার পরিচয় দেন। তিনি সঙ্গে সঙ্গে সাপটিকে লাঠি দিয়ে আঘাত করেন, এতে প্রায় মরে যায় সাপটি। তারপর নিজেকে একটু ধাতস্থ করে সাপটিকে একটি বালতিতে ভরে সোজা পৌঁছে যান জাহানাবাদ সদর হাসপাতালে।
advertisement
সকলদেব হাসপাতালে পৌঁছতেই জরুরি বিভাগে থাকা চিকিৎসককে বললেন, “ডাক্তার সাহেব, এটিই আমাকে কামড়েছে। রোগীকে তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অ্যান্টি-ভেনম ইনজেকশন দেওয়া হয়। চিকিৎসকদের দাবি, রোগী সময়মতো হাসপাতালে পৌঁছে যান এবং সাপটিকে শনাক্ত করার ফলে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এটি বিচক্ষণ পদক্ষেপ হলেও সাপ হাতে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় না, কারণ এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।,
ঘটনার পর হাসপাতাল চত্বরে ভিড় ছিল। সকলদেব সাহনির সাহস ও প্রত্যুৎপন্নমতিত্বের প্রশংসা করেন সকলে। হাসপাতালের বাইরে উপস্থিত তাঁর গ্রামের সদস্যরা জানিয়েছেন, ছোটবেলা থেকেই সকলদেব নির্ভীক। এদিন যেভাবে সাপ ধরার ঝুঁকি নেন, তা কোনও সিনেমার দৃশ্যের চেয়ে কম নয়। এদিন সাপে কামড়ালে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ হাসপাতালে পৌঁছনোর কথা বলেন। পাশাপাশি, সম্ভব হলে যে সাপে কামড়েছে, তার ছবি তুলে নিন, যা চিকিৎসায় সাহায্য করতে পারে।