প্রাথমিক তদন্তে জানা গিয়েছে প্রমোদ আদতে বিহারের বাসিন্দা। বছর দশেক আগেই তাঁর স্ত্রীকে ছেড়ে একা থাকতে শুরু করেন ৫৫ বছর বয়সি এই ব্যক্তি। সম্প্রতি, ১ অগাস্ট তিনি বিহারের মুঙ্গের জেলার জামালপুর এলাকার চিড়িয়াবাড় গ্রাম থেকে দিল্লিতে আসেন। দিল্লিতে পৌঁছনর কিছুদিনের মধ্যেই পরিকল্পনা মতো স্ত্রীকে খুন করেন তিনি।
advertisement
এত দিন পুত্রবধূ কমল এবং নাতনির সঙ্গে থাকতেন কিরণ। তাঁর ছেলে দুর্গেশ বিহারের দ্বারভাঙায় একটি ছোট আর্থিক সংস্থায় চাকরি করেন। খুনের দিন তিনি দিল্লিতে ছিলেন না। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছে সেই হাতুড়িটিও উদ্ধার করা হয়েছে। একাধিক দলে ভাগ হয়ে তদন্ত করছে পুলিশ। চেষ্টা চলছে পলাতক খুনি প্রমোদের সন্ধান পাওয়ার। ছেড়ে যাওয়া স্ত্রীকে নৃশংসভাবে খুন করার পিছনে মোটিভ খুঁজঢেন তদন্তকারীরা।