TRENDING:

মধ্যপ্রদেশে মানুষখেকো বাঘ! গ্রামে ঢুকে টেনে নিয়ে গিয়ে ২৩ বছরের শিক্ষককে ছিঁড়ে খেল বাঘ

Last Updated:

ঘটনাটি মধ্যপ্রদেশের সিওনি জেলার মুদিয়ারিথ গ্রামে ৷ গত মঙ্গলবার সন্ধেয় একটি বাঘ গ্রামে এসে মনোজ কুমার নামের ওই শিক্ষককে টেনে নিয়ে যায় জঙ্গলে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: গ্রামে ঢুকে ২৩ বছরের শিক্ষককে টেনে নিয়ে গেল একটি মানুষখেকো বাঘ ৷ ঘটনাটি মধ্যপ্রদেশের সিওনি জেলার মুদিয়ারিথ গ্রামে ৷ গত মঙ্গলবার সন্ধেয় একটি বাঘ গ্রামে এসে মনোজ কুমার নামের ওই শিক্ষককে টেনে নিয়ে যায় জঙ্গলে ৷ ঘটনায় আতঙ্কিত গ্রামের বাসিন্দারা ৷
advertisement

পরে ওই শিক্ষকের খণ্ড বিখণ্ড দেহ উদ্ধার হয় ৷ ওই শিক্ষক জঙ্গলের ধারের ক্ষেত থেকে মাশরুম তুলতে গিয়েছিলেন বলে খবর ৷ তখনই বাঘে টেনে নিয়ে যায় তাঁকে ৷ অনেকক্ষণ পর্যন্ত মনোজের খবর না পাওয়ায় গ্রামবাসীরা খোঁজ নিতে যান ৷ তখনই দেখা যায়, জঙ্গলের পথে ওই ব্যক্তির চটি পাওয়া যায় ৷ মাটিতে বাঘের পায়ের ছাপও দেখতে পান গ্রামবাসীরা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পরে জঙ্গলের ভিতরে তল্লাশি চালিয়ে মনোজের মুখ ও দু’টি পা খুঁজে পাওয়া যায় ৷ বাঘের সংখ্যা বাড়ায় এরা শিকারের খোঁজে গ্রামে চলে আসছে বলে আশঙ্কা গ্রামবাসীদের। মনোজের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

বাংলা খবর/ খবর/দেশ/
মধ্যপ্রদেশে মানুষখেকো বাঘ! গ্রামে ঢুকে টেনে নিয়ে গিয়ে ২৩ বছরের শিক্ষককে ছিঁড়ে খেল বাঘ