আরও পড়ুন মাত্র ৫০ টাকায় ড্রাইভিং লাইসেন্স ! ঘরে বসেই পাবেন এই সুবিধা
তারপর তুমুল শোরগোল পড়ে যায় নেটিজেনদের মধ্যে ৷ মানবিকতা কোথায় পৌঁছেছে ? দুর্ভাগ্যজনক ঘটনা, এমন সব কমেন্টে ভরে যায় ট্যুইটার থেকে ফেসবুক ৷ এই আচরণের ব্যাখ্যা দিয়েছেন মনোবিদ শাওনী বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মতে 'বর্তমানে উত্তেজনা পূর্বক ঘটনা মানুষকে বুঁদ করে রাখে ৷ ব্যস্ত জীবনে যে কোনও রকম সেনসেশনই চলার পথের রসদ যোগায় ৷ খনিকের সেই রোমাঞ্চ মানুষকে অন্ধ করে দিতে পারে, অর্থাৎ ভুলিয়ে দিতে পারে সামাজিক দায়বদ্ধতা ৷ এমন কোন ঘটনায় হারিয়ে যেতে পারে তার মূল্যবোধও ৷ তবে এটা ক্ষণিকের জন্যই ৷ ঠিক যেমন ঘটেছে এই ব্যক্তির ক্ষেত্র ৷ ওই মুহূর্তের অদ্ভুত এক রোমাঞ্চ অনুভব করেছিলেন তিনি ৷ যার ফলস্বরূপ এই সেলফি ৷ তবে এই ব্যক্তিও পরে সম্ভবত নিজের এই কাজে পাপবোধে ভুগবেন ৷'
advertisement
আরও পড়ুন মিড ডে মিল খেয়ে হাসপাতালে ভর্তি ২০ জন পড়ুয়া, কাঠগড়ায় সরকারি স্কুল
কোন ঘটনা বা বিশেষ মুহূর্তের সাক্ষী রাখতে সেলফির গুরুত্ব বেড়েছে ঠিকই ৷ কিন্তু এভাবে এই আচরণ আসক্তিতে পরিণত হওয়া একেবারে দুর্ভাগ্যজনক, মানছেন নেটিজেনরা ৷