মুম্বইয়ের একটি ট্রাফিক কন্ট্রোল সেলে এই ফোন কল আসে হোয়্যাটস অ্যাপ মারফত। ট্রাফিক কন্ট্রোল সেলে এই অভিযোগ জমা পড়ার পর থেকেই শুরু হয় তীব্র তৎপরতা শুরু হয়। তার পর সাইবার ক্রাইম দফতর মারফত খবর পাওয়া গিয়েছে, এই ফোন কলটি এসেছিল পাকিস্তানের আইপি অ্যাড্রেস থেকে। লোকেশনও বুঝতে পারা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, হুমকি ফোনে স্পষ্টতই বলা হয়, আক্রমণ করা হয়ে মুম্বইয়ে।
advertisement
আরও পড়ুন: অনুব্রতর ২ রাইসমিলের বিরুদ্ধে শুরু হয় CID তদন্ত, রহস্যজনকভাবে বন্ধও হয়ে যায়! চাঞ্চল্যকর তথ্য
আরও পড়ুন: তদন্তে সহযোগিতা করছেন না, হেফাজতে চাইবে সিবিআই? আজ ফের আদালতে অনুব্রত
পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, ইতিমধ্য়ে ঘটনার উচ্চ-পর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ। জানিয়েছে, ইতিমধ্য়ে তদন্ত শুরু হয়েছে, সারা রাত ধরে তদন্ত চলেছে। অন্য় তদন্তকারী সংস্থাগুলিকেও এই বিষয়ে ইতিমদ্যে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি, এই ফোন কলটি ঠাট্টা করার জন্য়ও করা হতে পারে, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। ২০০৮ সালের ২৬ নভেম্বর একের পর এক জঙ্গি হামলায় কেঁপে ওঠে বাণিজ্য়নগরী। ১০ লস্কর জঙ্গি হামলা চালায় মুম্বইয়ের একাধিক স্থানে। চারদিন ধরে চলে সেই লড়াই।