TRENDING:

Man bites snake: সাপ কামড়াতেই পাল্টা তিন কামড় বসিয়ে দিলেন শ্রমিক! বিহারে আজব কাণ্ড, বাঁচল কে?

Last Updated:

মঙ্গলবার রাতে ক্যাম্পে ঘুমনোর সময় আচমকা একটি সাপ এসে সন্তোষকে কামড়ে দেয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটনা: সাপ কামড়ানোর পর আতঙ্কেই দিশেহারা হয়ে যান অনেকে৷ কী করবেন ভেবে না পেয়ে আতঙ্কেই অনেক সময় মৃত্যুও হয়৷ কিন্তু বিহারের রাজৌলিতে যে ঘটনা ঘটেছে, তা শুনে তাজ্জব সবাই৷
বর্ষাকালে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা আমাদের দেশে খুবই সাধারণ। অনেক সময় শিশুরা বাইরে খেলতে গিয়ে সাপের দ্বারা আক্রান্ত হতে পারে বলে বাবা-মায়েরা আতঙ্কে থাকেন। আতঙ্ক এড়াতে, সবার আগে আমাদের জানা জরুরি যে সাপের কামড়ের লক্ষণগুলি কী কী।
বর্ষাকালে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা আমাদের দেশে খুবই সাধারণ। অনেক সময় শিশুরা বাইরে খেলতে গিয়ে সাপের দ্বারা আক্রান্ত হতে পারে বলে বাবা-মায়েরা আতঙ্কে থাকেন। আতঙ্ক এড়াতে, সবার আগে আমাদের জানা জরুরি যে সাপের কামড়ের লক্ষণগুলি কী কী।
advertisement

জানা গিয়েছে, রাজৌলিতে রেল প্রকল্পে কর্মরত এক শ্রমিককে কামড়ে দেয় একটি বিষধর সাপ৷ পাল্টা ওই সাপটিকেই তিন তিন বার কামড়ে দেন ওই শ্রমিক৷ যার জেরে মৃত্যু হয় সাপটির৷ সাপের কামড়ে আক্রান্ত ওই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷

আরও পড়ুন: টানা ৯ ঘণ্টা কাজ, অবসাদে ‘আত্মহত্যা’ করল রোবট! চাপের কাছে হার মানল যন্ত্রও?

advertisement

আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা সন্তোষ লোহার নামে ওই শ্রমিক রাজৌলিতে রেল লাইন বসানোর কাজের সঙ্গে যুক্ত ছিলেন৷ মঙ্গলবার রাতে ক্যাম্পে ঘুমনোর সময় আচমকা একটি সাপ এসে সন্তোষকে কামড়ে দেয়৷

ঘুম ভেঙে উঠে সাপটিকে সামনে দেখেই সেটির উপরে রাগ দিয়ে পড়ে সন্তোষের৷ একটি লোহার রড দিয়ে সাপটিকে ধরে রেখে তিন তিনবার প্রবল আক্রোশে সেটিকে কামড়ে দেন সন্তোষ৷ পরিণতিতে সাপটির মৃত্যু হয়৷

advertisement

কেন তিনি এমন আজব কাণ্ড ঘটালেন জানতে চাইলে সন্তোষ বলেন, আমাদের গ্রামে বিশ্বাস করা হয় সাপে কামড়ালে পাল্টা সেটিকে দু বার কামড়ে দিলে বিষে বিষক্ষয় হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

এই ঘটনার পরই সন্তোষকে কাছের হাসপাতালে নিয়ে ভর্তি করেন রেলের আধিকারিকরা৷ তবে সন্তোষের কীর্তি সামনে আসার পর তাঁকে দেখতে অনেকেই হাসপাতালে ভিড় জমিয়েছেন৷ স্থানীয় বাসিন্দাদের অনেকে অবশ্য দাবি করেছেন, সাপটি হয়তো বিষধর না হওয়াতেই প্রাণে বেঁচেছেন সন্তোষ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Man bites snake: সাপ কামড়াতেই পাল্টা তিন কামড় বসিয়ে দিলেন শ্রমিক! বিহারে আজব কাণ্ড, বাঁচল কে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল