TRENDING:

Mahakumbh Miracle: মহাকুম্ভে গিয়ে 'মৃত' ব্যক্তি, শ্রাদ্ধের দিনই ঘটে গেল অলৌকিক কাণ্ড! হতবাক সবাই

Last Updated:

গত ২৮ জানুয়ারি বাড়ি থেকে বের হন খুঁটি গুরু নামে ওই ব্যক্তি৷ মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পুণ্যস্নান করার ইচ্ছে ছিল তাঁর৷ কিন্তু তার পরের দিনই মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ঘটে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রয়াগরাজ: মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন৷ আত্মীয়স্বজন এবং পাড়া প্রতিবেশীরা ধরে নেন, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর৷ সেই মতো পারলৌকিক কাজেরও বন্দোবস্ত করা হয়৷ কিন্তু যার স্মৃতিতে এত আয়োজন, নিজের শ্রাদ্ধের দিন সেই ব্যক্তিই বাড়িতে ফিরে এসে সবাইকে চমকে দিলেন৷ বলা ভাল, বেঁচে থাকা সত্ত্বেও বাড়িতে তাঁর শ্রাদ্ধ হচ্ছে দেখে তাঁরও তখন ভিরমি খাওয়ার অবস্থা৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে, মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া ওই ব্যক্তির নাম খুঁটি গুরু৷ তিনি উত্তর প্রদেশের প্রয়াগরাজেরই বাসিন্দা৷ তবে প্রাথমিক আকস্মিকতা কাটিয়ে ওই ব্যক্তির প্রত্যাবর্তনে দারুণ খুশি হন প্রত্যেকেই৷

আরও পড়ুন: মাঘী পূর্ণিমায় পুণ্যস্নান হল না, বাইকে মহাকুম্ভ যাচ্ছিলেন হাওড়ার যুবক! মাঝপথেই সব শেষ

কিন্তু প্রয়াগরাজেরই বাসিন্দা হয়েও কেন বাড়ি ফিরতে এতদিন লাগল তাঁর? দ্য টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তি দাবি জানিয়েছেন, মহাকুম্ভে পুণ্যস্নান সেরে সাধুদের থেকে গাঁজার ছিলিম নিয়ে টান দিয়েছিলেন তিনি৷ এর পরেই দিনক্ষণ তালগোল পাকিয়ে যায় তাঁর৷ নেশার ঘোর যখন কাটে, তখন বাড়ি ফেরার কথা মনে পড়ে তাঁর৷ কিন্তু বাড়ির সামনে টোটো থেকে নামতেই চমকে ওঠেন ওই ব্যক্তি৷ তাঁরই শ্রাদ্ধ হচ্ছে দেখে হতভম্ব হয়ে যান তিনি৷

advertisement

অভয় অওস্থি নামে একজন সমাজকর্মী জানিয়েছেন, গত ২৮ জানুয়ারি বাড়ি থেকে বের হন খুঁটি গুরু৷ মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পুণ্যস্নান করার ইচ্ছে ছিল তাঁর৷ কিন্তু তার পরের দিনই মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ঘটে৷ এর পরই নিখোঁজ হয়ে যান ওই ব্যক্তি৷ পাড়া প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর খোঁজ না পেয়ে ধরে নেন, পদপিষ্ট হয়েই মারা গিয়েছেন খুঁটি গুরু৷ এর পরই তাঁর শ্রাদ্ধের আয়োজন করা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

খুঁটি গুরু নামে ওই ব্যক্তির বাবা একজন নামী আইনজীবী ছিলেন৷ কিন্তু খুঁটি গুরু পড়াশোনা শেষ করেননি৷ একটি ছোট ঘরে বসবাস করেন তিনি৷ উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির মধ্যে ওই ঘরটুকুই আপাতত ওই ব্যক্তির সম্বল৷ পাড়া প্রতিবেশীরাই তাঁর বর্ধিত পরিবার৷ ফলে শ্রাদ্ধের আয়োজনও করেন তাঁরা৷

বাংলা খবর/ খবর/দেশ/
Mahakumbh Miracle: মহাকুম্ভে গিয়ে 'মৃত' ব্যক্তি, শ্রাদ্ধের দিনই ঘটে গেল অলৌকিক কাণ্ড! হতবাক সবাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল