TRENDING:

Bengaluru Wife Murder: ভোরবেলা বাড়ি ফিরে এলেন স্বামী, স্ত্রী তখন...বউয়ের কাটা মাথা নিয়ে থানায় হাজির যুবক!

Last Updated:

গত কয়েকদিনে বার বার বাড়ি গিয়ে শঙ্করকে হেনস্থা করতে শুরু করেন তাঁর স্ত্রী মনসা৷ ঘটনার দিনের আগের রাতেও তিনি ওই ভাড়া বাড়িতে যান৷ সেখানে গিয়ে ওই তরুণী তাঁর স্বামীকে হেনস্থা করতে থাকেন বলে অভিযোগ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্ত্রীর পরকীয়া সম্পর্ক হাতেনাতে ধরে ফেললেন স্বামী৷ সেই নিয়ে বিবাদের জেরেই ধড় থেকে স্ত্রীর মাথা আলাদা করে দিলেন যুবক৷ এর পর স্ত্রীর সেই কাটা মাথা হাতে নিয়ে সোজা থানায় হাজির হলেন তিনি৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
advertisement

চাঞ্চচল্যকর এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর আনেকাল এলাকায়৷ এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ২৬ বছর বয়সি মৃত তরুণীর নাম মনসা৷ তাঁর স্বামী শঙ্করকে গ্রেফতার করেছে পুলিশ৷

জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে শঙ্কর ও মনসার বিয়ে হয়েছিল৷ কয়েকদিন আগে একটি নতুন ভাড়া বাড়িতে উঠে আসেন তাঁরা৷ ওই দম্পতির একটি সন্তানও রয়েছে৷ গত ৩ জুন রাতে শঙ্কর কাজে বেরিয়ে যান৷ স্ত্রীকে তিনি বলে যান, পরের দিন সকালে কাজ থেকে ফিরবেন৷

advertisement

কিন্তু কাজ সেরে ভোর হওয়ার আগেই ফিরে আসেন শঙ্কর৷ অভিযোগ, তখনই তিনি দেখেন স্ত্রী মনসার সঙ্গে বাড়িতে অন্য এক পুরুষ রয়েছেন৷ এর পরই দম্পতির মধ্যে চূড়ান্ত অশান্তি শুরু হয়৷ যার জেরে বাড়ি ছেড়ে চলে যান মনসা৷

অভিযোগ, এর পর গত কয়েকদিনে বার বার বাড়ি গিয়ে শঙ্করকে হেনস্থা করতে শুরু করেন তাঁর স্ত্রী মনসা৷ ঘটনার দিনের আগের রাতেও তিনি ওই ভাড়া বাড়িতে যান৷ সেখানে গিয়ে ওই তরুণী তাঁর স্বামীকে হেনস্থা করতে থাকেন বলে অভিযোগ৷ দু জনের মধ্যে ফের শুরু হয় অশান্তি৷ ক্রমাগত অপমানিত হয়ে মেজাজ হারিয়ে একসময় শঙ্কর স্ত্রীকে আক্রমণ করেন৷ প্রচণ্ড মারধরের পর মনসা মাথা শরীর থেকে আলাদা করে দেন তিনি৷ এর পর স্ত্রীর কাটা মাথা নিয়ে সোজা সূর্যনগর থানায় হাজির হন শঙ্কর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শঙ্কর থানায় পৌঁছনোর পরই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ মৃত তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru Wife Murder: ভোরবেলা বাড়ি ফিরে এলেন স্বামী, স্ত্রী তখন...বউয়ের কাটা মাথা নিয়ে থানায় হাজির যুবক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল