এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একটি মোটরসাইকেলে করে ওই শিশুটির বাড়ির বাইরে আসে মহেশ নামে ২৫ বছরের অভিযুক্ত যুবক৷ এর পর সটান বাড়ির ভিতরে ঢুকে পড়ে সে৷ বাড়িতে ঢুকেই বেলচার মতো একটি বস্ত দিয়ে শিশুটিকে আঘাত করতে শুরু করে ওই যুবক৷ যার জেরে শিশুটির মাথা ধড় থেকে আলাদা হয়ে যায়৷
জানা গিয়েছে, শিশুটির পরিবার ওই যুবককে চিনতও না৷ সম্ভবত ওই যুবক মানসিক সমস্যায় ভুগছিল৷ চোখের সামনে নিজের শিশু সন্তানের এই পরিণতি দেখে হতভম্ব হয়ে যান শিশুটির মা৷
advertisement
শিশুটিকে হত্যা করার পর পালানোর চেষ্টা করে অভিযুক্ত৷ যদিও স্থানীয়রা তাকে ধরে গণপ্রহার দেয়৷ পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই অভিযুক্তের মৃত্যু হয়৷
পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, অভিযুক্ত মহেশ নামে ওই যুবকের বাড়ি আলিরাজপুর জেলার জোবাত বাগদি এলাকায়৷ তার পরিবার জানিয়েছে, মহেশ একজন মানসিক রোগী৷ গত তিন-চারদিন ধরে নিখোঁজ ছিল সে৷ শিশুটিকে হত্যার আগে একটি দোকান থেকে ওই অভিযুক্ত চুরির চেষ্টাও করে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷