TRENDING:

ধর্ষণ, অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল, উত্তর প্রদেশে গ্রেফতার অভিযুক্ত

Last Updated:

অভিযোগ, তাঁর অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করছে ওই ব্যক্তি। শুধু তাঁকেই নয়, পরিবারের সকলকেও ব্ল্যাকমেইল করতে শুরু করেছিল সে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#প্রতাপগড়: উত্তর প্রদেশের এক সরকারি আধিকারিককে ধর্ষণ এবং ব্ল্যাকমেইল করার অভিযোগে গ্রেফতার করা হল স্থানীয় এক ব্যক্তিকে। গত ২ জানুয়ারি পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তাঁর অভিযোগ, তাঁর অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করছে ওই ব্যক্তি। শুধু তাঁকেই নয়, পরিবারের সকলকেও ব্ল্যাকমেইল করতে শুরু করেছিল সে। শনিবার এমনটাই জানা গিয়েছে পুলিশের তরফ থেকে।
advertisement

এই অভিযোগের ভিত্তিতে, শুক্রবার শাহজাহানপুর জেলার বসন্তপুর থেকে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত ব্যক্তিকে। মহিলা অফিসার তাঁর অভিযোগে আরও জানিয়েছিলেন, ওই ব্যক্তির কাছে চাকরির কোচিং নেওয়ার সময় মারধর এবং যৌন হেনস্থার শিকার হন তিনি। এর পর বরেইলি-এর একটি ব্যাঙ্কে তিনি চাকরি পেলে, তাঁর অফিস এলাকায় যাতায়াত এবং তাঁকে হেনস্থা করতে শুরু করে ওই ব্যক্তি। শুধু তাই নয়, প্রভিনশিয়াল সিভিল সার্ভিসের মাধ্যমে চাকরি পাওয়ার পর ২০১৭ সালে মহিলার পোস্টিং হয় প্রতাপগড়ে। এর পর থেকে, তাঁর বাড়িতেও হানা দিতে শুরু করে অভিযুক্ত ব্যক্তি। গত ১৮ ডিসেম্বরও সে বাড়িতে এসে উৎপাত শুরু করে এবং পুলিশ ডাকার ভয় দেখালে পালিয়ে যায় তড়িঘড়ি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শালের জঙ্গলে ঘেরা 'এই' জায়গা কাপল ফ্রেন্ডলি,মনের ক্লান্তি কাটাতে ঘুরে আসবেন নাকি? রইল খোঁজ
আরও দেখুন

মহিলার অভিযোগ, তাঁর একটি অশ্লীল ভিডিও বানিয়ে ক্রমাগত তাঁকে ব্ল্যাকমেইল করছিল অভিযুক্ত। এমনকি তাঁর বাড়ির লোকেদেরও ব্ল্যাকমেইল করতে ছাড়েনি। তাঁর অভিযোগের ভিত্তিতেই, ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর লেখা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে।

বাংলা খবর/ খবর/দেশ/
ধর্ষণ, অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল, উত্তর প্রদেশে গ্রেফতার অভিযুক্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল