এই অভিযোগের ভিত্তিতে, শুক্রবার শাহজাহানপুর জেলার বসন্তপুর থেকে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত ব্যক্তিকে। মহিলা অফিসার তাঁর অভিযোগে আরও জানিয়েছিলেন, ওই ব্যক্তির কাছে চাকরির কোচিং নেওয়ার সময় মারধর এবং যৌন হেনস্থার শিকার হন তিনি। এর পর বরেইলি-এর একটি ব্যাঙ্কে তিনি চাকরি পেলে, তাঁর অফিস এলাকায় যাতায়াত এবং তাঁকে হেনস্থা করতে শুরু করে ওই ব্যক্তি। শুধু তাই নয়, প্রভিনশিয়াল সিভিল সার্ভিসের মাধ্যমে চাকরি পাওয়ার পর ২০১৭ সালে মহিলার পোস্টিং হয় প্রতাপগড়ে। এর পর থেকে, তাঁর বাড়িতেও হানা দিতে শুরু করে অভিযুক্ত ব্যক্তি। গত ১৮ ডিসেম্বরও সে বাড়িতে এসে উৎপাত শুরু করে এবং পুলিশ ডাকার ভয় দেখালে পালিয়ে যায় তড়িঘড়ি।
advertisement
মহিলার অভিযোগ, তাঁর একটি অশ্লীল ভিডিও বানিয়ে ক্রমাগত তাঁকে ব্ল্যাকমেইল করছিল অভিযুক্ত। এমনকি তাঁর বাড়ির লোকেদেরও ব্ল্যাকমেইল করতে ছাড়েনি। তাঁর অভিযোগের ভিত্তিতেই, ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর লেখা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে।