জানা গিয়েছে, ৩৫ বছর বয়সী ওই মহিলা অভিযোগ করেছেন যে, তার স্বামী তার দুই বন্ধুকে অর্থের বিনিময়ে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করার অনুমতি দিয়েছিল। মহিলা আরও অভিযোগ করেছেন যে, যখন তিনি তার পরিস্থিতি স্বামীকে জানান, তিনি চুপ থাকার পরামর্শ দেন। মহিলার দাবি, তার দুই বন্ধু মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও রেকর্ড করত এবং তার স্বামী সৌদি আরবে সেই ভিডিওগুলি দেখত।
advertisement
আরও পড়ুন: স্কুল থেকে হাতে হাত রেখে বাড়ি ফিরছিল ভাই-বোন, ভীমরুলের আক্রমণে ৪ বছরের শিশুর মৃত্যু!
প্রতিবেদন অনুযায়ী, মহিলার পরিবার জানায়, ২০১০ সালে তারা বিয়ে করেছিলেন এবং তাদের চারটি সন্তান রয়েছে। মহিলার স্বামী, যিনি সৌদি আরবে অটোমোবাইল মেকানিকের কাজ করেন, বছরে এক বা দুইবার বাড়িতে আসে।
মহিলা তার অভিযোগে জানায় যে, প্রথমে তার স্বামী তিন বছর আগে বাড়ি আসার সময় তার দুই বন্ধুকে ধর্ষণের অনুমতি দিয়েছিলেন। এরপরেও তার স্বামী সৌদি আরবে ফিরে যাওয়ার পরেও এই ঘটনা চলতে থাকে একাধিকবার।
আরও পড়ুন: প্রেমের টানে ভিখারির সঙ্গে পালাল স্ত্রী! রেখে গেল স্বামী ও ছয় সন্তানকে, গল্প নয় সত্যি ঘটনা…
মহিলা বলেন, “আমার স্বামী সৌদি আরবে মোবাইলে ভিডিওগুলো দেখত। সন্তানদের জন্য এতদিন চুপ থেকেছি, কারণ ও আমাকে তালাক দেওয়ার হুমকি দিয়েছিল।”
অভিযোগকারী মহিলার ভাই জানান, তার পরিবার সম্প্রতি এই বিষয়টি জানতে পারে। এরপর মহিলা সাহস পেলে থানায় গিয়ে অভিযোগ জানান। পুলিশ এখনও মহিলার স্বামী এবং তার বন্ধুদের গ্রেফতার করেনি এবং মামলা চলছে।