নিহত ওই ব্যক্তির নাম ফইজান (২৩)৷ তিনি দিল্লির উত্তরপূর্ব দিল্লির করদমপুরি অঞ্চলের বাসিন্দা৷ দিল্লির গুরু তেজবাহাদুর হাসপাতালে ফাইজানের মৃত্যু হয়৷ মৃতের পরিবারের দাবি পুলিশি হেফাজতে নিয়ে ফাইজানকে বেধরক মারা হয়েছিল৷
দিল্লিতে সংঘর্ষ চলাকালেই একটি ভিডিও ভাইরাল হয়৷ সেখানে দেখা যায়, পাঁচ আহত ব্যক্তি রাস্তায় পড়ে কাতরাচ্ছে৷ বেশ কয়েকজন সশস্ত্র উর্দিধারীকেও দেখা যায় সেখানে৷ বলপ্রয়োগ করে জাতীয় সঙ্গীত গাওয়ানো হয় তাঁদের৷ লাঠি উঁচিয়ে দু’জনকে বলতে শোনা যায়, ‘আচ্ছি তারা গা৷’ওই পাঁচজনেরই একজন ফাইজান৷
advertisement
ফাইজানের মায়ের দাবি, তাঁর ছেলে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে সে অংশই নেয়নি৷ তাঁর অভিযোগ রাত একটা পর্যন্ত অপেক্ষা করলেও পুলিশ তাকে ফাইজানের সঙ্গে দেখা করতে দেননি৷ পরদিন দুপুরে তাঁকে যখন ডাকা হয়, তখন
ফাইজানের অবস্থা আশঙ্কাদজনক ছিল৷
গুরু তেজবাহাদুর হাসপাতালের চিকিৎসকদের কথায়,‘‘ফাইজানের মাথায় আঘাত ছিল৷ অভ্যন্তরীণ ক্ষতও ছিল তাঁর৷ রক্তচাপ অস্বাভাবিক কমে গিয়েছিল৷