সূত্রের খবর, বিকেল পাঁচটা নাগাদ সোনিয়ার বাড়ি যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অসুস্থতার জন্য বাড়ি ছেড়ে ইদানীং বেরোন না কংগ্রেস সভানেত্রী ৷ কলকাতা থেকে সোনিয়ার জন্য পছন্দসই কিছু উপহার এনেছেন মমমতা বন্দ্যোপাধ্যায় ৷ একান্ত বৈঠকে শুভেচ্ছা বিনিময় ছাড়াও চলবে কেন্দ্রের রাজনীতির ভবিষ্যৎ স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা ৷
সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখেই ফের একজোট হতে চলেছে বিরোধীরা। বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী স্থির করতে মঙ্গলবার অবিজেপি দলগুলিকে আলোচনায় বসছেন সোনিয়া গান্ধি। সেই আলোচনায় যোগ দিতেই দিল্লি গেলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান কংগ্রেস সভানেত্রীর?
advertisement
কেন মমতাতে ডাক?
- জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী মুখ হিসেবে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়
- জাতীয় স্তরে বিরোধীদের একজোট করতে মমতাকে চান সোনিয়া
- রাজ্যসভা ও লোকসভা মিলে তৃণমূল কংগ্রেসের সাংসদ ৪২
- রাজ্যের বিধানসভায় ২১১ আসন জোড়াফুল শিবিরের দখলে
রাষ্ট্রপতি নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সাংসদ ও বিধায়কদের সংখ্যা। সেই সংখ্যা জোগাড় করেই রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-কে টেক্কা দিতে চাইছে কংগ্রেস। এসব, রাজনৈতিক কৌশল ছাড়াও রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হবেন তা নিয়েও আলোচনা হতে পারে। প্রার্থী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত জানতে চান সোনিয়া গান্ধি।
বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী কে?
- বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কেও দ্বিতীয় বারের জন্য প্রার্থী করা হতে পারে
- সেক্ষেত্রে বিজেপির একাংশ আপত্তি তুললেও তা ধোপে টিকবে না বলে মনে করছে কংগ্রেস
- প্রণব মুখোপাধ্যায় প্রার্থী হলে সবুজ সংকেত দেবে তৃণমূল কংগ্রেসও
- রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের পছন্দ হিসেবে গোপালকৃষ্ণ গান্ধির নামও উঠতে পারে আলোচনায়
- এছাড়া লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারের নামও উঠতে পারে আলোচনায়
- শিবসেনার ভোট পেতে শরদ যাদবকেও রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে খাড়া করা হবে পারে
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচনকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে ফের একবার একজোট হতে চলেছে কংগ্রেস-তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীরা।