আয়কর দফরের কোপে তামিলনাড়ুর মুখ্যসচিব ৷ বুধবার ভোরে আচমকা তামিলনাড়ুর মুখ্যসচিব পি রামা মোহনা রাও-এর বাড়িতে অভিযান চালায় আয়কর দফতর ৷ মুখ্যসচিবের আন্না নগরের বাসভবনে হানা দেয় IT ৷
এই ঘটনাতেই কেন্দ্রের সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে লেখেন, ‘আগে দিল্লির মুখ্যসচিবের বাড়িতে তল্লাশি হয় ৷ এখন তামিলনাড়ুর মুখ্যসচিবের কথা পড়লাম ৷ কেন এমন উদ্দেশ্যপ্রণোদিত, অনৈতিক কাজ? গণতান্ত্রিক কাঠামোকে ভাঙার জন্যই কি চক্রান্ত? তাহলে কেন অমিত শাহের বাড়িতে তল্লাশি নয়?’
advertisement
মঙ্গলবারই লোকসভায় তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তলব করে সিবিআই ৷ সেই ঘটনায় ক্রুদ্ধ মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে প্রতিশোধের রাজনীতি করার অভিযোগ তোলেন ৷ ফের এদিনও তামিলনাড়ু মুখ্যসচিবের বাড়ি আয়কর হানায় তৃণমূল সুপ্রিমোর গলায় শোনা গেল একই সুর ৷
নোট বাতিলের পর থেকেই দেশ জুড়ে বিভিন্ন ব্যবসায়ীর বাড়ি হানা দিয়েছে আয়কর দফতর ৷ আয়কর দফতরের অভিযানে কিছু বাজেয়াপ্ত হওয়ার খবর এখনও সামনে আসেনি ৷