পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে তাদের কিছু করার নেই। সোমবার ফের জানিয়েছে কেন্দ্র। তার চব্বিশ ঘণ্টার মধ্যে, রাজ্যে পেট্রোপণ্যের দাম কমিয়ে মোদি সরকারকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে নিশানা করলেন কেন্দ্রকে। তিনি বলেন, ‘ক্রুড অয়েলের দাম কমছে, কিন্তু সেস বাড়াচ্ছে কেন্দ্র ৷ রাজ্য সরকার কিন্তু সেল ট্যাক্স ও সেস বাড়ায় না ৷’
advertisement
আরও পড়ুন
দামী পেট্রোলে দামী উপহার! পেট্রোল পাম্পে কেনাকাটায় এবার উপহার মিলছে বাইক-এসি-মোবাইল
শুধু পেট্রোপণ্যই নয়। দেশের অর্থনীতির নানা ক্ষেত্রেই বেসামাল মোদি সরকার। সেই অভিযোগও করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘ইকনমিতে মিসম্যানেজমেন্ট চলছে, সরকার গোটা বিশ্বকে কথা দিয়েছে, কিন্তু, দেশের মানুষকে বিপদে ফেলে দিয়েছে ৷’
আরও পড়ুন
ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্ট রয়েছে? তাহলে এই কাজটি না করলেই হাওয়া হয়ে যাবে হাজার হাজার টাকা
রাজ্যের মতো কেন্দ্রও কড়া পদক্ষেপ করুক। চাইছেন জ্বালানি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও ৷ ‘দেশে ঘটা করে জিএসটি চালু হলেও, পেট্রোপণ্য তার বাইরে কেন?’ প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরাও। মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের তোপ। সেইসঙ্গে চাপ বাড়িয়ে দিল মমতার কৌশল।