TRENDING:

Mamata Banerjee- Hemant Soren: ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী পদে হেমন্ত সোরেনের শপথগ্রহণে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা-সহ বিরোধী জোটের নেতারা

Last Updated:

Mamata Banerjee- Hemant Soren: বৃহস্পতিবার তৃতীয় বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ঝাড়খণ্ডের জেএমএম নেতা হেমন্ত সোরেন। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাঁচী: বৃহস্পতিবার তৃতীয় বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ঝাড়খণ্ডের জেএমএম নেতা হেমন্ত সোরেন। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঝাড়খণ্ড যাচ্ছেন মমতা
ঝাড়খণ্ড যাচ্ছেন মমতা
advertisement

মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ব্যক্তিগত ভাবে ফোন করে অনুরোধ করেছিলেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার রাঁচীর মোরাবাদে শপথ নেবেন হেমন্ত সোরেন। সেই শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাহুল গান্ধি-সহ ইন্ডিয়া জোটের একাধিক নেতার থাকার সম্ভাবনা। ঝাড়খণ্ডে বিপুল পরিমাণে বাঙালি থাকেন। তাই মমতার যাওয়া ঘিরে উৎসবের মেজাজ রাঁচীতে।

আরও পড়ুন: ফের রেল দুর্ঘটনা! লাইন থেকে ছিটকে গিয়ে ভেঙে চুরমার ১৭টি কামরা, বাতিল বহু ট্রেন, যাত্রীদের প্রবল ভোগান্তি

advertisement

ঝাড়খণ্ডে জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে জেলে যেতে হয়েছিল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। কিন্তু জনতার রায়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরে হেমন্ত সোরেনের দলই। জোটের মুখ হিসাবে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হেমন্ত সোরেন।

আরও পড়ুন: কলকাতায় মর্মান্তিক পথদুর্ঘটনা! রেড রোডে উল্টে গেল গাড়ি, রক্তে ভেসে গেল রাজপথ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পাশাপাশি ঝাড়খণ্ডেও ক্ষমতায় রইল শাসক দল ইন্ডিয়া জোটই। সেখানে হেমন্ত সোরেনের নেতৃত্বে ৮১টি আসনের মধ্যে ৫৬টি আসন জিতেছে ইন্ডিয়া জোট, মাত্র ২৪টি আসন পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। জেলে যেতে হয়েছিল হেমন্তকে, পাশাপাশি চম্পই সোরেনে দলবদল করাও চাপে ফেলেছিল ঝাড়খণ্ডের শাসক জোটকে। শেষ পর্যন্ত দুর্নীতি ইস্যুকে ম্লান করে দিয়ে ক্ষমতায় ফেরেন হেমন্তই।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee- Hemant Soren: ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী পদে হেমন্ত সোরেনের শপথগ্রহণে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা-সহ বিরোধী জোটের নেতারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল