২০২৪ সালে উড়িষ্যায় বিধানসভা নির্বাচন। নবীন নীতিগত ভাবে বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব বজায় রাখার পক্ষে। যদিও নানা জাতীয় ইস্যুতে বিজেপির সঙ্গেই থেকেছে নবীনের দল। তবে ওড়িশার ঘরোয়া রাজনীতিতে ইদানিং বিজেপি নবীনের সমালোচনায় মুখর। উড়িষ্যার সংবাদমাধ্যমে এখন নবীন আর ধর্মেন্দ্র প্রধানের আরোপ আর প্রত্যারোপ প্রতিদিনের চর্চা। অন্যদিকে, নবীনের সঙ্গে মমতার সম্পর্ক বহুদিনের। আর নবীন ও দেশের অন্যান্য আঞ্চলিক দলগুলির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।
advertisement
প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলেই মমতা-অখিলেশ বৈঠক হয়েছে। কালীঘাটে আগামীকাল বিকেল ৫টার সময় বৈঠক হবে মমতা বন্দ্যোপাধ্যায় ও এইচ ডি কুমারস্বামীর মধ্যে। সমাজবাদী পার্টির কনফারেন্সে যোগ দিতে গত সপ্তাহেই কলকাতায় এসেছিলেন অখিলেশ যাদব। সেখানেই তিনি কংগ্রেস ও বিজেপি উভয়ের বিরুদ্ধে সুর চড়ান। মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে নবীন পট্টনায়কের সম্পর্ক বহুদিনের।
দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। বিজেপি উড়িষ্যা রাজ্যেও সরকার গঠনের চেষ্টা করলেও বিজেডি তাদের গড় ধরে রেখেছে। এই অবস্থায় আজ বিকেলের বৈঠকে আগামী বছরে লোকসভা ভোটের বিরোধী ঐক্য নিয়ে নানা প্রসঙ্গ উঠে আসতে পারে। কারণ, মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেস ও বিজেপি উভয়ের দলের সঙ্গে দূরত্ব বজায় করছে, এমন রাজনৈতিক দলগুলি যোগাযোগ করছে।
আরও পড়ুন, আর মাত্র কয়েক ঘণ্টা! চলবে প্রবল ঝড়-বৃষ্টির দাপট, সতর্ক করছে হাওয়া অফিস
আরও পড়ুন, দেশজুড়ে বাড়ছে করোনা, পর্যালোচনা বৈঠকে বড় সিদ্ধান্ত উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর!
অপর অংশের মতে, উড়িষ্যায় অনেক বাঙালি থাকেন। আবার পশ্চিমবঙ্গেও অনেকে উড়িষ্যার মানুষ থাকেন। ফলে ভোটের অঙ্কে সাহায্যের প্রশ্ন থাকে। তবে রাজনৈতিক আলোচনার পাশাপাশি, এদিন মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে গেস্ট হাউজের জমি নিয়েও আলোচনা হবে। গতকালই উড়িষ্যার মুখ্যসচিব মমতা বন্দোপাধ্যায়কে গেস্ট হাউজের জন্য জমি দেখান।
আবীর ঘোষাল