রাজ্যসভার প্রার্থী হতে পশ্চিমবঙ্গ থেকে ৪২জন বিধায়কের সমর্থন দরকার হয় ৷ ২১১ জন বিধায়ক থাকায় তৃণমূল সহজেই রাজ্যসভায় ৫জন প্রার্থী পাঠাতে পারেন ৷ রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের পাঁচটি আসনে তৃণমূল আগেই প্রার্থী দিয়েছে।
সোমবার কংগ্রেসের বৈঠকে মীরা কুমারকে প্রার্থী করা নিয়ে আলোচনা হয় ৷ বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধি, রাজ্য কংগ্রেসের নেতারা ও AICC সাধারণ সম্পাদক সি পি জোশি ৷ তৃণমূল কংগ্রেস মীরাকুমারকে সমর্থন জানাবে বলে জানানো হয়েছে ৷
advertisement
এর আগে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে তৃতীয় বার রাজ্যসভায় পাঠানোর নিয়ে সমর্থন জানাতে চেয়েছিল কংগ্রেস ৷ কিন্তু ইয়েচুরি তৃতীয়বারের জন্য রাজ্যসভার প্রার্থী হওয়া আপাতত অনিশ্চিত কারণ এর বিরোধিতা করেছেন বাংলারই কয়েকজন কেন্দ্রীয় কমিটির সদস্য ৷ সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে কংগ্রেস সমর্থনের পক্ষে ৫০-৩০ ব্যবধানে হেরে যায় তিনি ৷
এই পরিস্থিতিতে কৌশলী অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কংগ্রেস মীরা কুমারকে প্রার্থী করলে, সমর্থন দেবে তৃণমূল।