একই সঙ্গে এদিন পুরীর মন্দিরে ধ্বজা ওঠানো অনুষ্ঠান দেখেন মমতা৷ মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, "এদিন আমার তরফে ধ্বজা ওড়ানো হয়েছে। আমি পুজোও দিয়েছি।" তিনি আরও বলেন, আমি আজ পুজো দিলাম৷ ধ্বজা আমাকে দেওয়া হয়েছে৷ বাংলার বহু মানুষ প্রতিবছর এখানে আসেন সমুদ্র দেখতে৷ উড়িষ্যার সাথে বাংলার দীর্ঘদিনের সম্পর্ক।"
advertisement
আরও পড়ুন: অ্যাডিনো সন্দেহে একরাতেই ৬ শিশুর মৃত্যু! বি সি রায়ে বাড়ছে 'ভাইরাস' আতঙ্ক...
সূত্রের খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় পুজো করেন৷ ব্রাক্ষ্মণ ভোজন করান৷ রাজেশ দয়িতাপতি জানিয়েছেন, বাংলার ও ভারতের মানুষের শান্তি চেয়ে এদিন পুজো দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার, ২১ মার্চ ওড়িশা পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিকেলে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার আগে আজই তিনি সেরেছেন গুরুত্বপূর্ণ কাজ। সূত্রের খবর, ওড়িশায় বঙ্গভবন তৈরির জন্য জমি পরিদর্শন করেছেন মমতা।
আরও পড়ুন: নিয়োগ মামলায় 'খেলা হবে'? হাইকোর্টে চাকরিহারাদের 'বিস্ফোরক' সওয়াল! জোর শোরগোল আদালতে...
প্রসঙ্গত, কিছুদিন আগেই জানা গিয়েছিল, রাজ্য সরকারের উদ্যোগে পুরীতে একটি গেস্ট হাউজ বা বঙ্গভবন তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই বঙ্গভবন কোথায় তৈরি হবে, তা-ই দেখতে পুরীতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই ব্যক্তিগত সফরের মাঝে, আগামিকাল, ২৩ মার্চ, তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও বৈঠক সারবেন বলেই সূত্রের খবর।
উল্লেখ্য, এর আগেও ওড়িশা সফরে গেলে প্রতিবারই জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশায় যে কোনও গুরুত্বপূর্ণ কাজে গেলেও ঝটিকা সফরে পুরীর মন্দির দর্শনে যেতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। গত ২০২০ সালে ভুবনেশ্বরে আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে যোগ দেওয়ার সময়েও পুরী ঘুরে গিয়েছিলেন মমতা। তার আগে ২০১৭ সালে মমতাকে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল সেবায়েতদের একাংশের বিরুদ্ধে। তা নিয়ে কার্যত হইচই পড়ে গিয়েছিল জাতীয় রাজনীতিতে।
আবির ঘোষাল