সেইমতো তাই কলকাতা থেকে মুম্বই পৌঁছেই মুকেশ আম্বানির সঙ্গে দেখা করেন মমতা। মুকেশ আম্বানির হাতে পুস্প স্তবক তুলে দিয়ে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পালটা তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান রিলায়েন্স কর্তা। উষ্ণ অভ্যর্থনার আবহে দু’জনের মধ্যে কুশল বিনিময় চলে বেশ খানিকক্ষণ।
প্রসঙ্গত, মুম্বই সফরে একাধিক রাজনৈতিক কর্মসূচিও রয়েছে তৃণমূল সুপ্রিমোর। এদিন মুম্বই রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি জানান, উদ্ধব ঠাকরে ও শরদ পওয়ারের সঙ্গে দেখা করবেন মমতা। শুক্রবার বিকেলে অখিলেশ যাদবের সঙ্গেও সাক্ষাৎপর্ব নির্ধারিত রয়েছে। সূত্রের খবর, শুক্রবার বিকেল ৪ থেকে ৫টার মধ্যে রাজনৈতিক নেতাদের সঙ্গে মমতার দেখা-সাক্ষাৎ, কথাবার্তা হবে তৃণমূল সুপ্রিমোর। এরপর সন্ধেবেলা বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে শনিবার কলকাতায় ফিরে আসবেন মমতা।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2024 12:17 AM IST