শেষ বার দেখা হয়েছিল এপ্রিলে। মাস খানেকেরও বেশি সময় পর ফের প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক। রাজ্যের আর্থিক হাল ফেরানোর দাবি নিয়ে ২০১১ সাল থেকেই কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, বারবার দাবি তুললেও কোনও ফল হয়েছে কি? তাই রাষ্ট্রপতি নির্বাচনের আগে ফের সেই দাবি জোরালো করলেন মমতা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তুলে ধরলেন রাজ্যের অর্থনীতির ছবিটা। কর কাঠামোর পুনর্বিন্যাসের দাবিও তুললেন তিনি।
advertisement
বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি সেরে ফেলতে উৎসাহী দিল্লি। কিন্তু, তাতে বাধা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনড় অবস্থান। তিস্তা চুক্তিকে সামনে রেখে গত এপ্রিলেই ভারত সফর করেন শেখ হাসিনা। কিন্তু, শেষপর্যন্ত প্রায় খালি হাতেই ঢাকা ফিরতে হয় তাঁকে। দিল্লির উৎসাহে লাগাম পরাতে পালটা কৌশল নিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ, আত্রেয়ী ও চূর্ণীর মতো নদী দুটি নিয়ে ঢাকার অবস্থান একদম বেমানান।
জাতীয় স্তরে বিজেপি বিরোধী মুখ হিসেবে সামনের সারিতেই রয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের একছাতার তলায় আনাই লক্ষ্য মমতার। একইসঙ্গে, রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে রাজ্যের আর্থিক হাল ফেরানোর দাবি তুলে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়িয়ে দিলেন তিনি।