এ দিন সকালে গোয়া তৃণমূলের (TMC in Goa)বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেই তিনি বলেন, 'গোয়ার সঙ্গে বাংলার তিনটি বিষয়ে মিল আছে৷ মাছ, ফুটবল আর লোকসংস্কৃতি ভালবাসে দুই রাজ্যই আমি গোয়ায় বহিরাগত নই৷ আমি একজন ভারতীয়৷ দেশের যে কোনও প্রান্তে আমি যেতে পারি৷ বাংলা আমার মাতৃভূমি হলে গোয়াও আমার মাতৃভূমি৷' মমতা আরও বলেন, 'বাংলা এখন অত্যন্ত শক্তিশালী একটি রাজ্য৷ আমরা চাই গোয়াও সেরকম শক্তিশালী হয়ে উঠুক, গোয়ায় নতুন ভোর আসুক৷'
advertisement
আরও পড়ুন: গোয়ায় বিরাট চমক তৃণমূলের, মমতার হাত ধরে তৃণমূলে লিয়েন্ডার পেজ!
বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Goa) গোয়া বিমানবন্দরে নামার পরই তাঁকে কালো পতাকা দেখান বেশ কয়েকজন৷ মমতার ছবি দেওয়া তৃণমূলের হোর্ডিং, পোস্টারও ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে৷ সেই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এগুলো ভাল লক্ষণ৷ তার মানে ওরা ভয় পেয়েছে৷ ওদের কোনও সংস্কৃতি নেই৷ কাল বিমানবন্দরের বাইরে কুড়ি, পঁচিশজন আমাকে কালো পতাকা দেখালো৷ আমি পাল্টা নমস্কার করেছি৷ গোয়ার মানুষ বিজেপি-কে খুব শিগগিরই ব্ল্যাকলিস্ট করবে৷'
বিজেপি-কে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, 'আমি গোয়ার মুখ্যমন্ত্রী হতে আসিনি৷ কিন্তু দিল্লির দাদাগিরি আর চলবে না৷ গোয়ায় নতুন ভোর আসবে৷' মমতার অভিযোগ, গোয়াতেও তৃণমূলকর্মীদের উপরে আক্রমণ করছে বিজেপি৷
এ দিন গোয়ায় গিয়ে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, মৎস্যজীবীদের দুর্দশা, মহিলাদের নিরাপত্তার মতো ইস্যু নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী৷ গোয়ায় তৃণমূল যে মহিলাদের ক্ষমতায়ণের উপরে জোর দেবে, তাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলনেত্রী৷ তৃণমূল ক্ষমতায় এলে গোয়ায় মহিলা এবং যুব সম্প্রদায়ের উন্নতিতে সবথেকে বেশি জোর দেবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷
বাংলায় লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, গতিধারা, কন্যাশ্রীর মতো বিভিন্ন সরকারি প্রকল্পের কথাও তুলে ধরেন মমতা৷ তৃণমূলনেত্রী বলেন, বাংলায় এতকিছু করতে পারলে গোয়ার মতো ছোট রাজ্যে এগুলি করা কোনও ব্যাপারই নয়৷ আমি গোয়ার মুখ্যমন্ত্রী হতে আসিনি৷ আমি দেখতে চাই দুর্নীতি মুক্ত, নীতি পরায়ণ, মানুষের জন্য কাজ করবে এমন সরকার গোয়ায় ক্ষমতায় আসুক৷ গোয়ার সরকার গোয়ার মানুষের দ্বারা এবং গোয়ার মানুষের জন্যই কাজ করবে৷ আমরা শুধু বাইরে থেকে সাহায্য করব৷ সেটা কীভাবে করতে হয় আমরা জানি৷'
এ দিনও নাম না করে কংগ্রেস সহ অন্যান্য দলগুলিকে খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, অন্যান্য দলগুলির মতো বিজেপি-র কাছে বিক্রি হবে না তৃণমূল৷ কংগ্রেসের নাম না করে তিনি অভিযোগ করেন, 'আপনারা দেরি করেছিলেন বলেই বিজেপি এখানে সরকার গঠন করেছিল৷ ফের সেরকম হবে না তার নিশ্চয়তা কী? আমরা কীভাবে আপনাদের বিশ্বাস করব? গোয়ার মানুষ আমাদের বিশ্বাস করলে গোয়ার উন্নয়নে তৃণমূল নিজেদের একশো শতাংশ দেবে৷ ' মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে মাঝেমধ্যেই গোয়ায় আসবেন তিনি৷ এ দিনই গোয়ায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন অভিনেত্রী নাফিসা আলি এবং টেনিস তারকা লিয়েন্ডার পেজ৷