মমতা এদিন বাইরে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা, আমাদের ১০ জন সাংসদদের দল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলাম৷ আমরা রাজ্যের চাহিদা নিয়ে আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি৷ তিনি মন দিয়ে সবটা শুনেছেন৷ তিনি আমাদের বলেছেন, কিছু ক্ল্যারিফিকেশন নিয়ে সমস্যার কারণে হয়ত টাকা আটকে আছে৷ আমরা বলেছিল, ১৫১টি কেন্দ্রীয় দল রাজ্যে এসেছে৷ তাঁদের কাছে সমস্ত ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছে, তার পরেও টাকা আটকে আছে৷ আবার নতুন করে কী ক্ল্যারিফিকেশ দেওয়ার আছে৷’
advertisement
পাশাপাশি তিনি জানান, ‘এরপরেও যদি কোনও ক্ল্যারিফিকেশন দেওয়ার বাকি থাকে, তা হলে তাও দেওয়া হবে৷ এই কারণে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হবে কেন্দ্র ও রাজ্যের উচ্চ পর্যায়ের আধিকারিকদের নিয়ে৷ সেখানে বিস্তারিত ক্ল্যারিফিকেশন দেওয়া হবে৷ সেই বৈঠক দ্রুতই করা হবে৷ রাজ্যের পাওনা মোট ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা৷ এর আগে তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি৷ কেন্দ্রীয় আবাস যোজনার টাকা, স্বাস্থ্য মিশনের টাকা দিচ্ছে না কেন্দ্র, ১০০ দিনের টাকাও দিচ্ছে না৷ এগুলি দিতে হবে৷’
এ ছাড়াও মমতা এ’দিন স্পষ্ট করেন, ইন্ডিয়া জোটের মিটিংয়ে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে তিনি মল্লিকার্জুন খড়্গের নাম বলেছি৷ এই বিষয়ে সমর্থন করেছেন অরবিন্দ কেজরিওয়াল৷ এ ছাড়াও ভিবিপ্যাট কাউন্টিংয়ের কথাও তিনি বলেছেন বলেই জানিয়েছেন৷