TRENDING:

জঙ্গির নিশানায় মার্কিন হোটেল, মালিতে ৩ পণবন্দির মৃত্যু

Last Updated:

প্যারিসের জঙ্গি হামলার রেশ কাটতে কাটতেই ‘জেহাদি’ হামলার কবলে পশ্চিম আফ্রিকার দেশ মালি। এবার জঙ্গিদের টার্গেট মার্কিন হোটেল র‍্যাডিসন ব্লু। আততায়ীরা হাতে পণবন্দি ছিলেন ১৭০ জন মানুষ। যার মধ্যে ৩০ জন ছিলেন হোটেল কর্মীও। সেনাদের তৎপরতায় ২০ জন পণবন্দি উদ্ধার হলেও আততায়ীদের হাতে প্রাণ যায় ৩ জনের ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বামাকো: প্যারিসের জঙ্গি হামলার রেশ কাটতে কাটতেই ‘জেহাদি’ হামলার কবলে পশ্চিম আফ্রিকার দেশ মালি। এবার জঙ্গিদের টার্গেট মার্কিন হোটেল র‍্যাডিসন ব্লু। আততায়ীরা হাতে পণবন্দি ছিলেন ১৭০ জন মানুষ। যার মধ্যে ৩০ জন ছিলেন হোটেল কর্মীও। সেনাদের তৎপরতায় ২০ জন পণবন্দি উদ্ধার হলেও আততায়ীদের হাতে প্রাণ যায় ৩ জনের । সংবাদসংস্থা সূত্রে খবর, পণবন্দিদের মধ্যে ছিলেন কয়েকজন ভারতীয়ও ৷
advertisement

শুক্রবার বন্দুকধারী আততায়ীরা হঠাৎই ঢুকে আসে মালির এই হোটেলে। তাদের মুখে আরবী ভাষায় একটাই স্লোগান , ‘ঈশ্বর মহান’। বন্দুকের জোরে হোটেলে উপস্থিত ১৪০ জনকে পণবন্দিও করেছিলেন তারা। বন্দি ছিলেন হোটেলের ৩০ জন হোটেল কর্মীও। জঙ্গি হামলার খবর পেয়ে, সেনাবাহিনী তৎক্ষনাৎ হোটেল ঘিরে ফেলে। আপাতত চলছে উদ্ধারকার্য ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
জঙ্গির নিশানায় মার্কিন হোটেল, মালিতে ৩ পণবন্দির মৃত্যু