সুপ্রিম কোর্ট জানিয়েছে, দিল্লি সরকারের এগজিকিউটিভ পাওয়ার সব ইস্যুতেই বাড়ানো হচ্ছে, তবে গ্রেড ওয়ান, গ্রেড টু আমলার বদলি দেখবে কেন্দ্র৷ গ্রেড থ্রি, গ্রেড ফোর আমলার বদলি থাকবে দিল্লি সরকারের হাতে৷ সরকারি আইনজীবী নিয়োগ করবেন এলজি৷ জমি, পুলিশ ও জনগণের স্বার্থে কোনও নির্দেশের দায়িত্ব থাকবে এলজি-র হাতে৷ অর্থাত্ আমলা বদলি নিয়ে কেন্দ্র ও দিল্লি সরকারের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করে দিল সুপ্রিম কোর্ট৷
advertisement
রায় শোনানোর সময় বিচারপতি এ কে সিকরি জানান, সহসচিব ও তাঁর উপর পর্যায়ের আমলাদের বদলির কর্তৃত্ব থাকবে এলজি-র হাতে৷ বাকি অফিসাররা দিল্লি সরকারের আওতায় পড়বেন৷ এলজি-র কর্তৃত্বে থাকছে অ্যান্টি-কোরাপশন ব্যুরো-ও৷
দেশের রাজধানীর প্রশাসনিক কর্তৃত্ব কার হাতে থাকবে, তা নিয়ে অরবিন্দ কেজরিওয়াল সরকারের সঙ্গে লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল ও তাঁর পূর্বসূরি নজিব জঙের সঙ্গে দীর্ঘ দিনের লড়াই চলছে৷
আরও ভিডিও: কেজরিওয়ালের চোখ লক্ষ্য করে লঙ্কার গুঁড়ো