TRENDING:

ট্যুইটারে সারা বিশ্বের ট্রেন্ডিং লিস্টের ১ নম্বরে জায়গা নিল #MainBhiChowkidar

Last Updated:

আজই ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদি ৷ ট্যুইটের সঙ্গে প্রধানমন্ত্রী একটি লম্বা ভিডিও পোস্ট করেছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সরাসরি ভোটের প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর আসরে নেমেই ‘ম্যায় ভি চৌকিদার’ স্লোগানে প্রায় ঝড় তুলে দিলেন তিনি ৷
advertisement

আজই ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদি ৷ ট্যুইটের সঙ্গে প্রধানমন্ত্রী একটি লম্বা ভিডিও পোস্ট করেছেন ৷ সঙ্গে লিখেছেন, ‘‘আপনাদের চৌকিদার দৃঢ় পায়ে দাঁড়িয়ে আছে এবং দেশের সেবা করছে ৷ কিন্তু আমি একা নই ৷ যাঁরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, নোংরার বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে লড়ছেন, তাঁরা প্রত্যেকেই চৌকিদার ৷ তাঁরা সকলেই চৌকিদার, যাঁরা ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে চলেছেন ৷ আজ প্রত্যেক ভারতবাসী বলছেন, #MainBhiChowkidar ৷’’

advertisement

advertisement

এখন ট্যুইটারে সারা বিশ্বের ট্রেন্ডিং লিস্টের মধ্যে এক নম্বরে ট্রেন্ড করছে এই #MainBhiChowkidar ৷ যে কোনও সাধারণ মানুষও এই প্রচারের সঙ্গে যুক্ত হতে পারবেন ৷ #MainBhiChowkidar ট্যুইট করলে আপনার কাছে প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি কনভার্শেসন কার্ড আসবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

২০১৪ সালের নির্বাচনের আগে মণিশঙ্কর আইয়ারের ‘চায়েওয়ালা’ মন্তব্যকেই হাতিয়ার করেছিল বিজেপি ৷ এবার রাহুল গান্ধির ‘চৌকিদার চোর হ্যায়’ তুলে নিলেন তিনি ৷ প্রধানমন্ত্রী ভিডিওটি পোস্ট করার মাত্র ২ ঘন্টার মধ্যে ৩৩ হাজার লাইকস ও ১১ হাজার রিট্যুইট হয় ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ট্যুইটারে সারা বিশ্বের ট্রেন্ডিং লিস্টের ১ নম্বরে জায়গা নিল #MainBhiChowkidar