এ দিন সংবিধান নিয়ে আলোচনা কেন্দ্র করে শাসক বিরোধী তরজায় এমনিতেই উত্তপ্ত ছিল লোকসভার পরিবেশ৷ তৃণমূলের পক্ষে বক্তব্য রাখতে উঠে ২০১৪ সালের বিচারপতি ব্রিজগোপাল হরিকিসান লোয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে আনেন মহুয়া মৈত্র৷ ইঙ্গিতপূর্ণ ভাবে তিনি বলেন, সময়ের আগেই চলে যেতে হয়েছে বিচারপতি লোয়াকে৷ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বাড়ির গণেশ পুজোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ৷
advertisement
আরও পড়ুন: সীমান্তে আরও সেনা মোতায়েন, বন্ধ নৌ চলাচল! বাংলাদেশের কাছে কেন আতঙ্কের নাম আরাকান আর্মি?
এর পরই মহুয়ার মন্তব্য নিয়ে আপত্তি জানাতে থাকেন বিজেপি সাংসদরা৷ যে বিজেপি সাংসদের অভিযোগের ভিত্তিতে গত বছর ঘুষের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে সাংসদ পদ হারাতে হয়েছিল মহুয়াকে, সেই নিশিকান্ত দুবেই এ দিন প্রথম মহুয়ার করা মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন৷ বিজেপি সাংসদরা সম্মিলিত ভাবে অভিযোগ করতে থাকেন, সুপ্রিম কোর্ট সব অভিযোগ খারিজ করে দেওয়ার পরেও কেন বিচারপতি লোয়ার মৃত্যুর প্রসঙ্গে সংসদে টেনে আনলেন মহুয়া? একই অভিযোগ করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুও৷
মহুয়ার মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিরেণ রিজিজু সংসদে মহুয়াকে উদ্দেশ্য করে বলেন, ”সংসদের নিয়ম অনুযায়ী আমরা উপযুক্ত পদক্ষেপ করব৷ আপনি খুবই খারাপ নজির তৈরি করছেন৷ এর থেকে আপনি রেহাই পাবেন না৷’ অধ্যক্ষ ওম বিড়লাও জানান, লোকসভার রেকর্ড থেকে তৃণমূল সাংসদের বক্তব্য খতিয়ে দেখবেন তিনি৷
২০১৪ সালে মৃত্যু হয় বিচারপতি লোয়ার৷ তাঁর মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অভিযোগ উঠলেও তদন্তের পর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, বিচারপতি লোয়ার মৃত্যুর মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই৷ বিচারপতি লোয়ার মৃত্যুর পিছনে রহস্য রয়েছে বলে অভিযোগ করে দায়ের হওয়া একাধিক আবেদনও খারিজ করে দেয় শীর্ষ আদালত৷
তবে মহুয়ার বিরুদ্ধে কিরেণ রিজিজু যে ধরনের শব্দ ব্যবহার করেছেন, তা নিয়ে আপত্তি জানিয়েছে বিরোধী শিবির৷ তৃণমূল সাংসদ সৌগত রায় এবং কংগ্রেসের কে সি বেণুগোপাল বলেন, মহুয়ার মন্তব্য নিয়ে রিজিজুর কোনও আপত্তি থাকলে সংসদের নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাতে পারতেন কেন্দ্রীয় মন্ত্রী৷ মহুয়া নিজেও অবশ্য দমছেন না৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আমাকে হুমকি দেওয়ার জন্য কিরেণ রিজিজুর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে৷ আমার নয়, কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যই সংসদের রেকর্ড থেকে মুছে ফেলা উচিত, আমার নয়৷’