মহুয়াকে গত মাসে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়৷ অনৈতিকতার কারণে তাঁকে সাসপেন্ড করা হয়, তা নিয়ে বিতর্কও তৈরি হয়৷ তার পরেই তাঁকে বাড়ি ছাড়তে নির্দেশ দেওয়া হয়৷ সেই প্রেক্ষিতে বিচারপতি মনমোহনের এজলাসে একটি রিট পিটিশন দাখিল করতে চলেছেন মহুয়া৷
advertisement
মহুয়া মৈত্রের আইনজীবীর তরফ থেকে বলা হয়েছে, মহুয়া মৈত্র লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন৷ পার্লামেন্ট বা সংসদের শেষ দিন থেকে লোকসভা নির্বাচনের দিন পর্যন্ত, আবাসন রাখার বিষয়ে নির্দিষ্ট কিছু নিয়ম আছে৷ সেই নিয়মের লঙ্ঘন কেন্দ্রীয় সরকার করতে পারে না৷ এই নোটিশে বলা হয়েছে, এখনই এই বাংলো ফাঁকা করতে৷ এস্টেটের ডিরেক্টরের তরফ থেকে একটি এই নোটিশ দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, তিনি যদি কোনও কারণে নিজের ইচ্ছায় এই আবাসন না ছাড়েন, তা হলে বলপ্রোয়গ করে এই আবাসন ছাড়া হবে৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 17, 2024 12:27 PM IST