খানিক কৌতূহল নিয়েই সেই পিডিএফ ফাইল খুলেছিলেন ওই সরকারি কর্মী। আর সঙ্গে সঙ্গেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ ব্যক্তিগত সমস্ত তথ্য চলে যায় ওই সাইবার অপরাধীদের কাছে। তাই তিনি কিছু বুঝে ওঠার আগেই তাঁর ফোনে মেসেজ ঢুকতে থাকে। প্রথমে মেসেজে জানানো হয়, ৩০ হাজার টাকা তোলা হল। তারপর ৫০ হাজার। এইরকম করে মিনিট কয়েক ধরে পুরো অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায়। প্রায় দু’লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।
advertisement
পুলিশ সূত্রে খবর, গত বছরেও এই ধরনের জালিয়াতির বেশ কিছু ঘটনা সামনে এসেছিল। তারপর থেকেই সাইবার অপরাধীরা নিজেদের ফন্দি বদলেছে। কিন্তু, ফের পুরনো গতে ফিরেছে সাইবার জালিয়াতরা। প্রথমে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসছে। তাতে মূলত একটি নিমন্ত্রণ বার্তা থাকছে। তার সঙ্গেই জুড়ে দেওয়া হচ্ছে পিডিএফ ফাইলে ক্লিক করতেই সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে টাকা। আপাতত এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।